বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠল ৪র্থ বর্ষপূর্তি

নোমান ইবনে আশরাফ
Published : 30 April 2012, 07:21 PM
Updated : 30 April 2012, 07:21 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০শে এপ্রিল ২০১২ তারিখে পালিত হয়ে গেল ব্যবসায় প্রশাসন অনুষদের ৪র্থ বর্ষপূর্তি উৎসব। "Let's Live Not Survive" স্লোগানকে সামনে রেখে সকাল ১০.৩০ মিনিটে বর্ণাঢ্য র্যা লী ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনটির। র্যা লীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আবুল বাশার এবং অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। র‌্যালিটি অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদের সামনে এসে শেষ হয়। র্যা লীতে ঢোলের তালে তালে সবাই নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। র‌্যালি শেষে প্রধান অতিথি বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন। এরপর তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও জাককানইবি ফটোগ্রাফী ক্লাব আয়োজিত ছবি প্রদর্শনীর উদ্ধোধন করেন। বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. আবুল বাশার এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে। আলোচনা শেষে অতিথিবৃন্দ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহন করেন।

বৃক্ষরোপন শেষে বিকেলে শুরু হয় সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাহাদুজ্জামান মো. শিবলীর উপস্থাপনায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা, আবৃত্তি, জাদু ফ্যাশন শো ও রম্য নাটিকা পরিবেশন করে। সকল পরিবেশনা দর্শকদের নিকট প্রসংশিত হলেও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আতিক ও দিশার পরিবেশনায় নাচ এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাকিবের নির্দেশনায় পরিবেশিত রম্য নাটিকা সবচেয়ে বেশি প্রশংসিত হয়। সবশেষে অনুষ্ঠিত হয় কনসার্ট। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজু আহমেদ স্যার, সাখাওয়াত হোসেন সরকার এবং তরিকুল ইসলাম স্যার সহ অনুষদের সকল শিক্ষকবৃন্দ।