জীবন দর্শণ

আমানুল্লাহ নোমান
Published : 17 May 2015, 05:51 PM
Updated : 17 May 2015, 05:51 PM

ছাত্র জীবন, কর্ম জীবন, সংসার জীবন এই তিন জীবনের মধুর জীবন হলো ছাত্র জীবন। এ জীবনে অামরা স্বপ্নের জাল বুনি। স্বপ্ন দেখি সুন্দর জীবনের। কিন্তু সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপপায়! স্বপ্নের অনেকটাই বিলীন হয়ে যায় অচেনা এক ইশারায়। সংসার বড় বাস্তব একটি বিষয়। অনেক কিছু এরিয়ে যেতে হয়। কখোনো ইচ্ছায় আবার কখোনো অনিচ্ছায়। জীবন একটা রংধনু।কখন কোথায় কীভাবে যে বদলে যায়।জীবনের হিসেব দেখি এখন অনেকটাই মেলেনা। ছাত্রচবিনের অভাব নেই। হর জবিনের কষ্ট নেই। কিন্তু তারপরও ফিরে যেতে ইচ্ছে করে সোনালী সেই অতীতে। এখন মন চায় বাধভাঙ্গা আনন্দে ক্যাম্পাসের মাঠে আড্ডা দিতে। মন চায় বন্ধুদের সাথে হাঁসিমুখে কথা বলতে।

কিন্তু আর কী ফিরে পাবো সেই অতীত! পাবোনা। তারপরও ফিরে পেতে ইচ্ছে করে সেই জীবন। আমার মনে হয এটাই জীবনের দর্শণ।