আই টিভি রাহু মুক্ত হয়েছে

নুরেআলম
Published : 8 Sept 2011, 03:43 PM
Updated : 8 Sept 2011, 03:43 PM

অবশেষে আই টিভি রাহু মুক্ত হয়েছে । গতকাল আইটিভি কর্তৃপক্ষ নাজমুল আশরাফকে বাধ্যতামুলক ছুটিতে পাঠিয়েছে । তার মানে হচ্ছে তিনি আর থাকতে পারছেন না এখানে । এই নামমুল আশরাফ বিশেষ কেরামতিতে আই টিভিতে এসে অনেক প্রগতীশীল সাংবাদিক ও কর্মকর্তার চাকুরী খেয়ে তার অনুগত অনেক অযোগ্যদের আইটিভিতে চাকুরী দিয়েছিলো । বিভাগীয় শহর ও অনেক জেলায় সাবেক চ্যানেল ওয়ান থেকে চাকুরীচ্যুত ক্যামেরা ম্যানদের চাকুরী দিয়ে বরখাস্ত করেছে যোগ্য অনেক সাংবাদিককে । নাজমুল আশরাফের সুপারিশে আ্যইটভিতে নিয়োগ পাওয়া একজন কথিত সাংবাদিককে আমি চিনি , যে লোক মদ ছাড়া সময পার করতে পারেন না । তাহলে ওদের মত মাতাল দিযে কি করে নিউজ চ্যানেল চালানো সম্ভব হবে ? যে সম্ভাবনা নিয়ে আই টিভি যাত্র শুরু করেছিলো তা বাস্তবায়ন করা যায়নি এই নাজমুল আশরাফ নামক লোকটির নির্বুদ্ধিতার কারনে । শোনা যায় বিগত বিএনপি জামায়াত জোর সরকারের আমলে দেশে যে জঙ্গী মদদ দেয়া হয়েছিলো রাষ্ট্রীয় ভাবে , তার মিডিয়ার দিক দেখার দায়িত্ব ছিলো নাজমুল আশরাফের উপরে । চ্যানেল ওয়ান ছিলো তার বড় হাতিয়ার । সেই নাজমুল আশরাফ কি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আই টিভির মত প্রতিষ্ঠন চালাবে ? যা হোক নাজমুল আশরাফ চলে যাওয়ায় রাহু মুক্ত হয়েছে আই টিভি । এখন তার প্রেতাত্তারা চলে গেলে প্রতিষ্ঠনটি অনেক সুনাম ও দর্ক প্রিয়তা পাবে বলে মনে করি ।