যে সকল দেশের রাষ্ট্রধর্ম ইসলাম

নুর ইসলাম রফিক
Published : 30 March 2016, 00:45 AM
Updated : 30 March 2016, 00:45 AM

আমি অনেক দিন যাবত একটি প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি। কাউকে জিজ্ঞেস করে এর সঠিক উত্তর পাইনি। গুগলে সার্চ করেও পাইনি। বিভিন্ন ব্লগে ঘুরেও উত্তরটা পাওয়া যায়নি। প্রশ্নটা হচ্ছে- পৃথিবীর কয়টি দেশে রাষ্ট্রধর্ম ইসলাম? এবং কোন কোন দেশ? আজ আমার প্রশ্নটার উত্তর পেলাম। জানিনা কতোটা সত্য। ভুল হলে আশা করি ভুলগুলি ধরিয়ে দেবেন।

একটা কথা বলে নেই অনেকেই বলছেন রাষ্ট্রের কোন ধর্ম হয়না ধর্ম হয় ব্যক্তির।তারা আরো বলেছেন রাষ্ট্রের কোন ধর্মের প্রয়োজন নেই। আমার প্রশ্ন তাদেরকে তবে কেন বিশ্বের ২৬টি মুসলিম দেশে রাষ্ট্রধর্ম ইসলাম? যারা ২৬টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন তারা কি আপনাদের চেয়ে অনাভিজ্ঞ? নিশ্চয়ই তারা আপনাদের চেয়ে অনাবিজ্ঞ নয়। আশা করি যারা আমার প্রশ্নের সম্মুখীন তারা আমার এই প্রশ্নের উত্তর দেবেন।

আসুন এবার জেনে নেই কোন কোন দেশের রাষ্ট্রধর্ম ইসলাম-

১) বাংলাদেশ, ২) সৌদিআরব, ৩) কুয়েত, ৪)ওমান, ৫) সংযুক্ত আরব আমিরাত, ৬) বাহরাইন, ৭) ইয়েমেন, ৮)মিশর, ৯) কাতার, ১০) মরোক্ক, ১১) সোমালিয়া, ১২) মালদ্বীপ, ১৩) মালয়েশিয়া, ১৪) লিবিয়া, ১৫) জর্ডান, ১৬) কোমোরোস, ১৭) আলজেরিয়া, ১৮) আফগানিস্তান, ১৯) ব্রুনাই, ২০) তিউনিসিয়া, ২১) ফিলিস্তিন, ২২) ইরাক, ২৩) ইরান, ২৪) জিবুতি, ২৫) মৌরিতানিয়া, ২৬) পাকিস্তান।