একটা ‘দুর্নীতিবাজ দিবস’ চাই

নুর ইসলাম রফিক
Published : 13 April 2016, 01:30 AM
Updated : 13 April 2016, 01:30 AM

আমরা একটা "দুর্নীতিবাজ দিবস" চাই,  যাতে দুর্নীতিবাজরা এই দিবস উজ্জাপন করে। আর আমরা তাদের খুব সহজে চিনে নিতে পারি। দেশে অনেক দিবসই তো আছে কাজের অকাজের। আর একটা দিবস বাড়ালে ক্ষতি কি এমন? কোন ক্ষতি তো নাই বরং উপকারী হবে। উপকার পাবো আমরা আম জনতা (জনগণ), সমাজ ও রাষ্ট্র।

এই যে ভাই ও বোনেরা আপনারও কিছু কন………… খালি আমি একলা চিল্লাইলে তো কোন কাম হইবোনা। সবাই এক হইতে হইবো। চিল্লাইতে হইবো রাজপথে। কেন্দ্রীয় জনসভা ডাইকা মানব বন্ধন করতে হইবো সব জেলা উপজেলায়। তার কয় দিন পর সারা দেশে অবরোধ দিতে হইবো, তার কয় দিন পর আবার হরতাল। এতেও কাম না অইলে অন্য কোন নিত্য নতুন অন্দোলন কি ভাবে করা যায়, খুজতে হইবো হেইডাও আগে থাইকা ভাইব্বা রাখতে হইবো।

আহেন ভাই ও বোনেরা আমরা পন করি "দুর্নীতিবাজ দিবস" না নিয়া আমরা জান নিয়া বাড়ি ফিরুমনা।