‘দেবী’ উপন্যাস নকল করে ছবি নির্মাণ

নুর ইসলাম রফিক
Published : 4 Sept 2016, 04:23 PM
Updated : 4 Sept 2016, 04:23 PM

'দেবী' উপন্যাস নকল করে ছবি নির্মাণের প্রতিবাদ জানাচ্ছি। চোর তো চোরই, সে হোক লেখা চোর, কথা চোর কিংবা মসজিদ মন্দিরের জুতা চোর। চোর তো চোরই। যদিও সরকারি চোরদের চোর বলা হয়না বলা হয় "দুর্নীতিবাজ"। কারণ উনাদের ইজ্জতটা তো একটু বেশি। তাই উনাদেরকে ইজ্জত দিয়েই চোর না বলে দুর্নীতিবাজ বলা হয়ে থাকে সম্ভবত। কিন্তু গল্প চোর, কথা চোর, সাহিত্য চোরদেরকে তো আর দুর্নীতিবাজ বলা যায়না। চোরই বলতে হয়। আমার দৃষ্টিতে সকল চোরদের শ্রেষ্ট চোর গল্প চোর, কথা চোর, সাহিত্য চোরেরা। তাই এদের শাস্তিটাও শ্রেষ্ঠের মর্যাদার সাথে মিল রেখেই দেওয়া উচিত।

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর 'দেবী' উপন্যাস নকল করে ছবি নির্মাণের প্রতিবাদ ধিক্কার ঘৃনা জানাচ্ছি।