সালতামামি ২০১৬

নুর ইসলাম রফিক
Published : 2 Jan 2017, 02:08 AM
Updated : 2 Jan 2017, 02:08 AM

আরে না মিয়া ভাই এইডা আমার দৃষ্টিতে "সালতামামি- ২০১৬"র সেরা লেখা ও লেখক, লেখিকার তালিকা না। এইটা পাঠকগোর দৃষ্টিতে সেরা লেখা ও লেখক-লেখিকার তালিকা। আমি অন্ধ মানুষ আমার দ্বারা কি আর সেরা লেখা ও লেখক, লেখিকার তালিকা অয়। তয় মিয়া ভাই কামডা করতে গিয়া মাঝাডা বেকায়া গেছে। যাই গিয়া দেহি ঝাড় ফুঁক দিয়া কাম অয় কিনা? অরে মা রে…….. গেলাম রে………।

মাঝার ব্যথায় ভুইল্লা গেছিলাম একডা কথা কইয়া যাইতে। ভাবতাছি ইংরেজীতে কমু না বাংলায় কমু। ইংরেজগো জিনিস যহন, তহন ইংরেজীতেই কই- HAPPY NEW YEAR 2017। যাই তবে ঝাড় ফুঁকটা দিয়া আসি। রাইত অইয়া গেলে বেডায় আবার ঘুমায়া যাইবো।
অরে মা রে……. গেলাম রে………।

ক্যাটেগরীঃ ব্লগ সংকলন: সাগর-রুনি হত্যাকাণ্ড

ক্যাটেগরীঃ ফিচার পোস্ট আর্কাইভ

ক্যাটেগরীঃ ফটো

ক্যাটেগরীঃ অর্থনীতি-বাণিজ্য

ক্যাটেগরীঃ আন্তর্জাতিক

ক্যাটেগরীঃ রাজনীতি

ক্যাটেগরীঃ প্রশাসনিক

ক্যাটেগরীঃ শিল্প-সংস্কৃতি

ক্যাটেগরীঃ সেলুলয়েড

ক্যাটেগরীঃ সুরের ভুবন

ক্যাটেগরীঃ পাঠাগার

ক্যাটেগরীঃ গণমাধ্যম

ক্যাটেগরীঃ ব্যক্তিত্ব

ক্যাটেগরীঃ দিবস প্রসঙ্গ

ক্যাটেগরীঃ জনজীবন

ক্যাটেগরীঃ প্রবাস কথন

ক্যাটেগরীঃ ভ্রমণ

ক্যাটেগরীঃ দিনলিপি

ক্যাটেগরীঃ খেলাধূলা

ক্যাটেগরীঃ ক্যাম্পাস

ক্যাটেগরীঃ স্বাস্থ্য

ক্যাটেগরীঃ প্রযুক্তি কথা

ক্যাটেগরীঃ প্রতিবন্ধী বিষয়ক

ক্যাটেগরীঃ প্রকৃতি-পরিবেশ

আরে মিয়া ভাই আপনেরা খালি পইড়াই জিমায়া গেলেন। আর আমি কতো দিন ধইরা এই সালতামামীডা বানাইতাছি। এইবার বুঝেন আমার কি অবস্থা।

ওরে মা রে….মা.. কমরডা দেখি সোজা অয়না। মিয়া ভাইরা দোয়া কইরেন। মাজার ব্যাথায় খালি ভুইল্লা যাই। বলগে তো খালি ভাই না, বইনেরাও আছে।

মিয়া ভাই, মিয়া বইনেরা দোয়া কইরেন সোজা অয়া যেন দাঁড়াইতে পারি। গেলাম তয় ঝাড় ফুঁকডা দিয়া আহি। কাম অইলেও অইতে পারে।