মহামানব হতে হলে অবশ্যই সবার আগে মানুষ হতে হবে

নুর ইসলাম রফিক
Published : 8 Jan 2017, 06:54 PM
Updated : 8 Jan 2017, 06:54 PM

কিছু মানুষ অহরত হাজার লক্ষ টাকা অনায়াসে দান করে দেন প্রচার ও প্রসার মূলক কর্মকাণ্ডে। কিন্তু না খেয়ে থাকা নিকটাত্মীয় ভাই বোন পাড়া প্রতিবেশীদেরকে এক বেলা খাবারের ব্যবস্থা করে দেননা। তবুও সমাজ ঐ মানুষের মূল্যায়ন করে দাতা, সমাজ সেবক, ভাল মানুষ, মহামানব হিসেবে। সংবর্ধনা দেওয়া হয় মহা আয়োজনে মহামানবদের, মহামানবদের টাকায়। সেখান থেকে মোটা অংকের একটা অংশ ঢুকে যায় আয়োজকদের পকেটে। সেটা কিন্তু ঐ সব মহামানবদের অজানা নয়। তবুও প্রচার ও প্রসারের লক্ষে মহামানবরা আয়োজক কমিটি নামক চোরদের চুরি মেনে নেন। কিন্তু মেনে নিতে পারেননা নিজের নিকটাত্মীয় ভাই-বোন পাড়া প্রতিবেশীদের খেতে না পেয়ে অন্যের ধারে ধারে ঘুরা।

কিংবা কারো বাড়িতে ঝিয়ের কাজ করা। এতে মহামানবরা চরম অপমানিত হয়ে নিকটাত্মীয় ভাই বোন পাড়া প্রতিবেশীদের বকা ঝকা, লাথি উষ্ঠা দেন। কারণ তারা সমাজ স্বীকৃতী দাতা, সমাজ সেবক, ভাল মানুষ, মহামানুষ হয়েছেন ঠিকি কিন্তু প্রকৃত মানুষ হতে পারেননি। যারা প্রকৃত মানুষ নয় তারা কখনো দাতা, সমাজ সেবক, ভাল মানুষ, মহামানব হতে পারেনা। মহামানব হতে হলে অবশ্যই সবার আগে মানুষ হতে হবে। যে মানুষ হতে পারেনা বা পারেনি সে কখনো মহামানব হতে পারেনা। তাই আসুন আমরা আগে প্রকৃত মানুষ হই। এবং মানুষে মানুষে ভরে দেই মানুষের এই পৃথিবীকে।