চির শান্তির নিদ্রায় শায়িত জাতির শ্রেষ্ঠ সন্তানরা

নুর ইসলাম রফিক
Published : 7 March 2017, 03:21 AM
Updated : 7 March 2017, 03:21 AM

চির শান্তির নিদ্রায় জাতির শ্রেষ্ঠ সন্তান এবং জাতির অভিভাবকগণ শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার গোরস্তানে। তারা শুয়ে আছে আমাদেরকে করে দিয়ে অভিভাবকহীন। এই অভিভাবকহীন জাতির দুর্গতি কারোরই চক্ষু আড়াল নয়।


বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান এর সমাধি। জীবনকাল ২৯শে অক্টোবর ১৯৪১- ২০শে আগস্ট ১৯৭১।


বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মতিউর রহমান এর সমাধি। জীবনকাল ০২রা ফেব্রুয়ারী ১৯৫৩- ২৮শে অক্টোবর ১৯৭১।


শহীদ জননী জনাবা জাহানার ইমান এর সমাধি। জীবনকাল ৩রা মে ১৯২৯ – ২৬শে জুন ১৯৯৪।


জাতীয় অধ্যাপক জনাব কবির চৌধুরী এর সমাধি। জীবনকাল ০৯ ফেরুয়ারী ১৯২৩ – ১৩ ডিসেম্বর ২০১১।


জাতীয় বীর মরহুম জনাব আব্দুল কুদ্দুস মাখন এর সমাধি। ০১লা জুলাই ১৯৪৭ – ১০ ফেব্রুয়ারী ১৯৯৪।


কথাশিল্পী জনাব শওকত ওসমান এর সামাধি। জীবনকাল ০২রা জানুয়ারী ১৯১৭ – ১৪ই মে ১৯১৭।


বীর প্রতিক মরহুম জনাব মমিনুল হক ভূইয়া এর সমাধি। জীবনকাল ০১লা জানুয়ারী ১৯৩৯ – ১৬ই ফেব্রিয়ারী ১৯৯৪।


ভাষা সৈনিক, কবি ও সাংবাদিক জনাব সাইয়িদ আতীকুল্লাহ এর সমাধি। জীবনকাল ০৭ই ফেব্রুয়ারী ১৯৩৩ – ১৪ই নবেম্বর ১৯৯৮।


মুক্তিযুদ্ধা ও সাংবাদিক মরহুম জনাব সৈয়দ নজিমুদ্দীন মানিক এর সমাধি। জীবনকাল – ২৫শে মার্চ ১৯৪০ – ০৩রা মে ১৯৯৭।


জাতীয় অধ্যাপক মরহুম জনাব আব্দুর রাজ্জাক এর সামধি। মৃত্যু ২৮শে নবেম্বর ১৯৯৯।


জাতীয় বীর, জাসদ নেতা কাজী আরেফ আহমেদ এর সামাধি। জীবনকাল ৮ই এপ্রিল ১৯৪২ – ১৬ই ফেব্রুয়ারী ১৯৯৯।


ভাষা সৈনিক, জাতীয় নেতা জনাব মহিউদ্দিন আহমেদ এর সমাধী। জীবনকাল ১৫ জানুয়ারী ১৯২৫ – ১২ই এপ্রিল ১৯৯৭।


বীর মুক্তিযুদ্ধা, ভাষা ও শব্দ সৈনিক মরহুম জনাব শহীদুল ইসলাম এর সামধি। জীবনকাল ৩১শে ডিশেম্বর ১৯৪৯ – ১৩ই ডিসেম্বর ১৯৯৭।

বীর প্রতীক জিনাব আলহাজ্ব মেজর মোহাম্মদ ওসমান গনী এর সমাধি। জীবনকাল ০৩রা এপ্রিল ১৯৩০ – ১২ই জুন ১৯৯৯।


মহান স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ এর ৯ম সেক্টরের অধিনায়ক মেজর এমএ জলিল এর সমাধি। জীবনকাল- ০৯ই ফেব্রুয়ারি ১৯৪২ -২৯শে নভেম্বর ১৯৮৯।


যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বজলুর রহমান এর সামাধি। জীবনকাল ০১লা নভেম্বর ১৯৪৮ – ২০ অক্টোবর ২০১৪।


খ্যাতিমান অভিনেতা, আবৃত্তিকার জনাব গোলাম মোস্তফা এর সমাধি।জীবনকাল ০২রা মার্চ ১৯৩৫ – ২৫শে ফেব্রুয়ারী ২০০৩।


আমার প্রিয় ব্যক্তিত্ব ও অভিনেতা বীর মুক্তিযুদ্ধা, খ্যাতিমান অভিনেতা মরহুম হুমায়ূন ফরীদি এর সমাধি। জীবনকাল ১৯ মে ১৯৫২ – ১৩ই ফেব্রুয়ারী ২০১২।


জাতীর শ্রেষ্ট সন্তান এবং জাতীর অভিভাবকদের সাথে পরিচিত হতে আসা আগামী প্রজন্মের একজন সুমাইয়া আক্তার শোভা।