এসো হে প্রিয়, সাড়া দিই মানবিক আহবানে

নূরুল ইসলাম
Published : 4 June 2012, 07:10 PM
Updated : 4 June 2012, 07:10 PM

জান্নাতুল বকেয়া, ককসবাজারের ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ১১ বছরের এক মেধাবী মেয়ে। মেয়েটির সহজাত ইচ্ছা, পড়ালেখা শিখে মানুষের মত মানুষ হবে, মানবতার কল্যাণে কাজ করবে। অথচ স্রষ্টার ইচ্ছায় প্রাণোচ্ছল সেই মেয়েটি আজ হাসপাতালের বিছানায় শুয়ে বাবা-মায়ের আর্থিক অপারগতায় তিলে তিলে প্রস্তুতি নিচ্ছে- না ফেরার দেশে যাওয়ার! ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ কেলি এবং ডাঃ জনের তত্ত্বাবধানে চিকিৎসারত মেয়েটির ডান হাতে জটিল ‌‌"ক্রনিক অস্টোমাইলিটিস" হয়েছে। তিন মাস ধরে বিভিন্ন চিকিৎসা সেবা দিতে গিয়ে মেয়েটির বাবা সাকলাইন মোস্তাক নিঃস্ব হয়ে গেছেন। ডাঃ বলেছেন, সঠিক চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এবং সুচিকিৎসা দেওয়া সম্ভব না হলে তার ডান হাতে ক্যান্সার হওয়ার সমূহ আশংকা রয়েছেডান হাত কেটে ফেলতে হবে নিয়মিত চিকিৎসা না পেলেই। কিন্তু বৃহত্তর ঈদগাও'র অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব আশাবাদী পিতা স্বপ্ন দেখছেন মেয়েকে বাঁচানোর। কারণ তিনি বিশ্বাস করেন, মানবিক আবেদনে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করার অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে আমাদের। আমরাও স্বপ্ন দেখি, মেয়েটি সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠুক, ফিরে যাক প্রিয় শিক্ষালয়ে। আমরা বিশ্বাস করি, আলোকিত হৃদয়ের মানুষেরা গরীব ঘরের অসহায় মেয়েটির চিকিৎসার খোঁজ খবর নেবেন, তার চিকিৎসার কাজে সাধ্যমত সাহায্য করে মানবিকতাকে সমৃদ্ধ করবেন। তাই মেয়েটির বাবা-মায়ের হিসাব নং সংযুক্ত করার মানবিক সাহস দেখাতে ইচ্ছে হলো –

# মেয়েটির বাবার মোবাইল নং ০১৮১৮১২৯১৫০,
# সাহায্য পাঠানোর হিসাব নং ডাচবাংলা মোবাইল ব্যাংক ০১৮১৮১২৯১৫০১, মেয়েটির মায়ের ব্যাংক হিসাব নং MSA15414 (ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ঈদগাঁও শাখা)।