পাহাড়ি নারীর জীবন

নুরুন নাহার লিলিয়ান
Published : 18 Sept 2016, 06:29 PM
Updated : 18 Sept 2016, 06:29 PM

পাহাড়ি নারীদের জীবনের গল্প যেন প্রতি মূহূর্তে নতুন গল্পের জন্ম দেয়। এ বছরে একটি গবেষনা দলের সদস্য হয়ে খাগড়াছড়ির মাটিরাঙা ইউনিয়নে গিয়েছিলাম রাবার বাগান ভিজিট করতে।
সেখানে অধিকাংশ রাবার শ্রমিক নারী। শ্রমজীবি এই নারীদের জীবন যেন সূতোয় বোনা নতুন সূতি কাপড়েরই মতো। যে জীবন ছুঁয়ে যায় অন্য কোন জীবন। ভাবা যায় না কতোটা পরিশ্রম তারা করে।

রাবার শ্রমিকদের সাথে রাবার কারখানা এবং রাবার বাগান দেখার সাথে পাহাড়ি নারীরা কিভাবে পাহাড়ি পোষাক গুলো হাতে তৈরী করে তা দেখার সৌভাগ্য হয়েছিল। পোষাক বোনা দেখতে দেখতে গল্প হয় তাদের একান্ত সুখ দু:খ নিয়ে।। জীবনে অভাব দারিদ্রতা, বেচেঁ থাকার লড়াই তবুও যেন জীবনের প্রতি কোন অভিযোগ নেই। পৃথিবীর সকল শ্রমজীবি নারীদের প্রতি রইলো অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।