লন্ডন প্রবাসী লেখক সালেহা বড়লস্করের চারটি বই

নুরুন নাহার লিলিয়ান
Published : 26 Sept 2016, 06:13 PM
Updated : 26 Sept 2016, 06:13 PM

লেখক: সালেহা বড়লস্কর। তিনি ১৯৬৮ সাল থেকে লন্ডন প্রবাসি। জন্ম সিলেটের মৌলভীবাজার। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেন। পরে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা কে। লন্ডন প্রবাসি হওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, দৈনিক আযাদ এবং" বেগম" নিয়মিতভাবে লিখেন। প্রবন্ধ, কবিতা রচনায় সিদ্ধ হস্ত হলেও সে খ্যাতি অর্জন করেন ছোট গল্প এবং রম্যরচনা লিখে। লন্ডনেও শিক্ষকতা পেশায় থেকে সাপ্তাহিক "জনমত", জাগরন, সুরমা,নতুন দিন প্রভৃতি পত্রিকায়।

তার অন্যান্য প্রকাশিত বই গুলো হলো ১।ঈদের বীণা, ২। কুসুম্ভা, ৩।ছড়ায় পড়ায়

তার লেখা কবিতা ইংরেজি সংস্করণ লন্ডনে একটি স্কুলে পড়ানো হয়।


হৃদয়ে পদ্মা অদূরে টেমস।
প্রকাশনা: জ্যোসনা পাবলিসার্স
মূল্য:২০০টাকা
গল্পের বই। মোট ৪১ টি গল্প আছে।


দূর দিগন্তে
প্রকাশনা: মহীয়সী পাবলিকেশন্স
মূল্য:২৫০ টাকা
উপন্যাস


বলাকারা চিরদিনই উড়ে
প্রকাশনা: জ্যোসনা পাবলিসার্স
মূল্য:১০০ টাকা।
কবিতার বই।মোট ৮৩ টি কবিতা আছে।


নীল নীল আকাশে
রকাশনা:গদ্যপদ্য পাবলিকেশন
মূল্য: ১২৫ টাকা
কবিতা এবং ছড়া। মোট ৮৬ টি কবিতা এবং ছড়া আছে।