মাকোমনাই তাকিনো সিমেট্রি

নুরুন নাহার লিলিয়ান
Published : 2 Nov 2016, 12:48 PM
Updated : 2 Nov 2016, 12:48 PM

জাপানের হোক্কাইডো আইল্যান্ডের তাকিনো নামের এক নিভৃত গ্রামে এই সিমিট্রি অবস্থিত। ধারনা করা হয় ১৯৮২ সালে এই সিমিট্রি আধুনিকায়ন করা হয়। এই সিমিট্রিতে জনগনের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা আছে। বিশাল এলাকা জুড়ে এই দৃষ্টি নন্দন মাকোমনাই তাকিনো রিয়েন সিমিট্রি। জাপানের স্থানীয় ভাষায় এই স্টাচু গুলোকে "ময়া" বলা হয়। এই 'ময়া' নিয়ে স্থানিয় লোকজনের কাছে আছে অজস্র রহস্য আর লোককথা। ২০১৫ সালের সেপ্টেম্বরে সেখানে গিয়েছিলাম। অবাক করার মতো প্রাকৃতিক সৌন্দর্য এবং অপূর্ব সব স্টাচু। জাপান সরকার নিজেদের দেশটাকে এতো সুন্দর করে গুছিয়ে রেখেছে চোখে না দেখলে বোঝা যাবে না।

বি:দ্র: এই বিষয়ে ভ্রমণ কাহিনি লেখা হচ্ছে। আপাতত ছবি দেখে চোখ জুড়াই।

https://www.facebook.com/nurunnaharlilian/