নুরুন নাহার লিলিয়ান
Published : 17 Nov 2016, 09:10 PM
Updated : 17 Nov 2016, 09:10 PM

মানুষের জীবনে প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা সবুজের প্রভাব অনেক খানি। প্রায় প্রতিদিন এই জায়গাটার মধ্য দিয়ে যাওয়ার সময় অনেক ভাবনা মনকে এলোমেলো করে রাখতো।মানুষের মনের মতো প্রকৃতির কতো অদ্ভূত খেলা। এতো সৌন্দর্য সহ্য করা সত্যি কঠিন। মানুষের প্রতিদিনের জীবনে হাজারো নিভৃত কষট যা মানুষকে তাড়িয়ে বেড়ায়। কিছু কিছু একান্ত যন্ত্রনার ভাষা কেবল সবুজ প্রকৃতি বুঝতে পারে। তাই তার সবটুকু সৌন্দর্য দিয়ে মানুষকে আপন করে রাখে। মানুষ মানুষের ভাষা না বুঝলেও প্রকৃতি বুঝতে পারে।

ছবির স্থান: হোক্কাইডো ইউনিভার্সিটি, জাপান।