নুরুন নাহার লিলিয়ান
Published : 5 Nov 2016, 04:15 AM
Updated : 5 Nov 2016, 04:15 AM

জাপানের হোক্কাইডো আইল্যান্ডে প্রায় বিশ বাইশ লক্ষ লোকের বসবাস। শুরু থেকেই দেখেছি মানুষ গুলো ব্যস্ত এবং জীবন মান ভালো। ভিক্ষুক কিংবা সহায়তা চাওয়ার মতো লোক তেমন দেখা যায় না।

হোক্কাইডো বিশ্ব বিদ্যালয়ে র কাছেই দাইমারু সুপার মল বেশ পরিচিত। রেল স্টেশন, বাস স্টেশন এই জায়গা কে ঘিরে। হঠাৎ করেই দেখি একজন মহিলা মুচি জুতা মেরামত করছে।

এই দৃশ্য খুব একটা পরিচিত নয়। কারন জাপানে বৃদ্ধদের জন্য পেনশন সুবিধা ভালো। একদিন এক জাপানি কে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম। সে জানালো এক্সট্রা ইনকাম অথবা হবি।

তবে এটাই সত্যি জাপানিরা কাজ করতে ভালোবাসে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। কারণ জাতিগত ভাবে পরিশ্রমী। আমাদের দেশে এই বয়সে হয়তো পুরুষ মহিলারা গল্প, সাংসারিক অলস চিন্তা করেই দিন কাটায়।

যাক এই ভদ্র মহিলাকে দেখে কাজ করার মানুষ বসে খেতে পারে না।

একটা মানুষ এবং দেশ সুন্দর হয় কাজের মাধ্যমে।
সবাই যখন কাজ করে তখন প্রকৃতির নিয়মে সেখানে সমৃদ্ধি আসে। শ্রদ্ধা পৃথিবীর সব শ্রমজীবী মানুষের প্রতি।