মন্ট্রিয়াল সায়েন্স সেন্টার

নুরুন নাহার লিলিয়ান
Published : 21 Dec 2016, 04:06 PM
Updated : 21 Dec 2016, 04:06 PM

কানাডার কুইবেকের মন্ট্রিয়াল শহরে এই সায়েন্স সেন্টার অবস্থিত। মন্ট্রিয়াল অল্ড পোর্টের খুব কাছেই এই সায়েন্স সেন্টার যা ওল্ড পোর্ট অফ মন্ট্রিয়াল কর্পোরেশন কর্তৃপক্ষ নিয়ন্ত্রন করে। ২০০০সালে এই সায়েন্স সেন্টারটি প্রতিষিঠত হয়।যার পূর্বের নাম ছিল IsCi . ২০০২ সালে সেই নাম পরির্বতন হয়ে মন্ট্রিয়াল সায়েন্স সেন্টার হয়। এই সায়েন্স মিউজিয়ামটি বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য খুবই আকর্ষনীয়। এখানে একটি IMAX থিয়েটার। তাই প্রায় প্রতিদিন প্রচুর ভিজিটর হয়। ভিজিটররা সেখানে সর্বোচ্চ চার ঘন্টা থাকতে পারবে।

(ছবিটি কয়েক বছর আগে নিজের আইফোন ৫ এস দিয়ে তুলেছিলাম)