ধানমন্ডির সেন্ট্রাল রোডে অপরিকল্পিত ডাস্টবিন

নুরুন নাহার লিলিয়ান
Published : 12 Dec 2016, 02:27 AM
Updated : 12 Dec 2016, 02:27 AM

রাজধানীর ধানমন্ডি থানার সেন্ট্রাল রোডে সায়েন্স ল্যাবের বিসিএসআইআর দেয়াল ঘেঁষে অপরিকল্পিত ডাস্টবিন গড়ে উঠেছে। এমন ব্যস্ত রাস্তায় প্রতিদিন শত শত লোক যাতায়াত করে। এই ডাস্টবিনের দুর্গন্ধে মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যহত হয়। এই রাস্তায় ধানমন্ডির বিখ্যাত আইডিয়াল কলেজ অবস্থিত। প্রতিদিনই ছেলে-মেয়েরা এই পথেই যাতায়াত করে। যে রাস্তাঘাট কলেজের ছেলে মেয়েদের জন্য কিন্তু তা এখন ডাস্টবিনে ঢেকে আছে। অভিভাবকগণ ছেলে- মেয়েদের নিয়ে এই পথেই কলেজে আসেন। কেউ কেউ এখানে দাঁড়িয়ে নিজের ছেলে মেয়েদের জন্য অপেক্ষা করে।


শুধু তাই নয় কাছেই বিসিএসআইআর স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতের একটা গেট। প্রতিদিন সকাল দশটা এবং বিকাল চারটায় গেট খোলা হয় ছেলে মেয়েদের যাতায়াত সুবিধার জন্য। সেই সাথে রাজধানীর ল্যাব এইড হাসপাতাল, স্বপ্ন সুপার মল, কনকর্ড আর্কেডিয়া সুপার শপিংমল এই সেন্ট্রাল রোডের কাছে অবস্থিত হওয়ায় এই পথে প্রতিদিন প্রচুর লোক সমাগম হয়। এই ডাস্টবিন সবার জন্য অসুন্দর এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রেখেছে।

আশাকরি নাগরিক সুস্থ্য সুন্দর জীবন মান এবং নগরের সৌন্দর্যে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার সাথে দেখবে।

ছবি: লিলিয়ান, এন্ড্রয়েড মোবাইলে তোলা।