নীল শাকোতান পেনিনসুলার সৌন্দর্য

নুরুন নাহার লিলিয়ান
Published : 12 Dec 2016, 11:27 AM
Updated : 12 Dec 2016, 11:27 AM

জাপানের হোক্কাইডো আইল্যান্ডের অন্যতম আকর্ষণ হলো শাকোতান পেনিনসুলা নীল সাগর। অপার সৌন্দর্যের আধার জাপান সাগরের এই নীল জলকে ঘিরে আছে অনেক আগের প্রেম ভালোবাসার আর বিসর্জনের গল্প। এই শাকোতান পেনিনসুলায় একটা ক্যাভ আছে যা দেখার জন্য প্রতিদিন শত শত লোক ভীড় করে।

জাপান সাগরের তীড়ে গড়ে উঠা পর্যটন কেন্দ্র সব সময় লোকে লোকারণ্য থাকে। পৃথিবীর তাবৎ নৈসর্গিক সৌন্দর্যরূপ যেন এই পেনিনসুলা কে ঘিরে।

দুই বছর আগে একবার সুযোগ হয়েছিলো নিজ চোখে দেখার অপার নীল সমুদ্রজল। যেখানে গেলে মন শুধু হারিয়ে যাবে অসীম বিশালতায়। ভালোবাসায় বেঁচে থাকতে ইচ্ছে হবে এই ধরিত্রীতে।