ধানমন্ডির আলিঁয়স ফ্রসেজে জলজ ২ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

নুরুন নাহার লিলিয়ান
Published : 20 Dec 2016, 04:01 PM
Updated : 20 Dec 2016, 04:01 PM

রাজধানীর আলিঁয়স ফ্রসেজের লা' গ্যালারিতে গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ আলোক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। সকলের জন্য প্রদর্শনী খোলা থাকবে সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। শক্রবার থেকে শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা আর বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত। রবিবার বন্ধ নিয়মিত ছুটি থাকবে।


সবুজ প্রকৃতি আর নদীর দেশ বাংলাদেশ। নদীর জলের সাথে এই দেশের মানুষের এক গভীর অন্তরঙগ সম্পর্ক। প্রেম, ভালোবাসা,মায়া, মমতা আর জীবন যুদ্ধের নানা উপাখ্যান যেনো এই নদীকে ঘিরে।
তাই শিল্পিত চোখ দিয়ে দেখেছে আলোক চিত্র শিল্পীরা। রঙ তুলিতে নিজেদের ক্যানভাসকে আরও বেশি জীবন্ত করে তুলেছে শিল্পীরা নিজেদের নান্দনিকতায়।

প্রতিদিনের চেনা জীবন যুদধ আর ভালোবাসার আরেক রূপ দেখতে ঘুরে আসুন ধানমন্ডির আলিয়ঁস ফ্রসেজে। প্রিয় বন্ধু আর মানুষকে নিয়ে সংস্কৃতি ভুবনের নান্দনিকতায় জীবনকে উপভোগ করুন। প্রদর্শনীর কিছু ছবি:

(ছবি সংগ্রহ: জলজের ফেসবুক আইডি থেকে)