কুয়াশায় ঢাকা মুক্তারপুর সেতু

নুরুন নাহার লিলিয়ান
Published : 3 Feb 2017, 05:16 PM
Updated : 3 Feb 2017, 05:16 PM

কিছুদিন আগে মুন্সিগঞ্জ গিয়েছিলাম। একদিকে মেঘনা নদী, আরেক দিকে ধলেশ্বরী নদী, আর বাকি অংশ পদ্মায় ঢেকে রেখেছে মুন্সিগঞ্জ শহরটাকে। শহরে ঢুকতেই ৬ষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, যার পূর্ব নাম মুক্তারপুর সেতু। বিকেলের স্নিগ্ধতায় আর কুয়াশায় স্নান করতে করতে ধলেশ্বরী নদীর বুকে সূর্যের লুকোচুরি। সে এক অদ্ভুত অনুভূতি! পৃথিবীতে এতো সৌন্দর্য আছে বলেই প্রতিদিন নতুন করে বাঁচতে ইচ্ছে হয়।

ছবি: লিলিয়ান
এন্ড্রয়েড ব্লু ড্যাস এম।