রওনক নূরের কবিতার বই ‘অদেখা পড়শি’

নুরুন নাহার লিলিয়ান
Published : 12 Feb 2017, 09:14 PM
Updated : 12 Feb 2017, 09:14 PM

কবি রওনক নূরের কবিতার বই 'অদেখা পড়শি '। নামটা শুনলেই অনেকেই ভাববেন হয়তো  নারী-পুরুষের চিরচেনা প্রেমের কবিতার বই। কিন্তু না। প্রেম আছে আপামর মানব প্রেম আর প্রকৃতির প্রতি গভীর উপলব্ধিকে শব্দের খেলার সাথে অনেক কবিতাকে অনবদ্য করে তুলেছেন। ৬৪টি ভিন্ন ভিন্ন কবিতার সাজে আর নান্দনিক প্রচ্ছদে বইটিও বেশ শৈল্পিক হয়ে উঠেছে। যশোরের নারী কবি রওনক নূর। এই বছরই তার প্রথম কবিতার বই প্রকাশ হয়েছে। দুই দিন আগে বইটি সংগ্রহ করলাম। ছোট ছোট সাবলীল ভাবনার বুননে কবিতাগুলো নিজ গুণে পাঠকের মনে ঠাঁই করে নিবে।