ভয়াবহ এই জীবনগুলোর দেখভাল কে করবে?

নুরুন নাহার লিলিয়ান
Published : 6 March 2017, 09:47 AM
Updated : 6 March 2017, 09:47 AM


রাস্তায় প্রায়ই তাদের দেখা যায়। মাঝে মাঝে তাদের দেখে ভয়ে আঁতকে উঠি। অবাক হই ভেবে ওরা কি মানুষ নাকি মানুষের মতো কিছু! এই সমাজে ডাস্টবিনের কাছেই তাদের বেঁচে থাকা। কারও কি বিবেকে নাড়া দেয় না?

এই দেশে কতো কতো শিল্পপতি। অথচ কাউকেই দেখা যায় না এই ধরনের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। সঠিক ভাবে জীবন ধারণের অধিকারটুকু কোন সময়ে কেউ কি দিয়েছে? এই সমাজের এই অবস্থা ধনী শ্রেণীর কিংবা সমাজ উন্নয়ন কর্মীদের চোখে পড়ে না।

আসুন ডাস্টবিন পরিস্কার করার সাথে সাথে দেশের মানবিক বিপর্যয়ের বিষয়গুলো নিয়েও ভাবি আর সুনজর দেই। তাদের পুনর্বাসনের জন্য আহবান জানাই। সকল সীমাবদ্ধতা অতিক্রম করে দেশ এগিয়ে যাক।