লিনাক্স এবং আমি!

অবাকফাহাদ
Published : 29 Oct 2011, 03:43 PM
Updated : 29 Oct 2011, 03:43 PM

উপরের ছবিটা আমার ডেস্কটপ এর । উইনডোজ এ কি এটা পসিবল? নট নাউ!

খুব সম্ভব সবাই লিনাক্স সম্পর্কে পরিচিত…। যদি না ও হয়ে থাকেন তবে আপনি এই ফোরাম এ সার্চ দিলেই অনেক কিছু পাবেন। আমি আমার লিখা কিছু ব্লগ আপনাদের পড়তে দিতে পারি…প্লিজ রাগ করবেন না মডারেটররা……আমি কিছু লিঙ্ক দেব শুধু এগুলার সম্পর্কে জানতে……।

যাইহোক ….।

আমি কিছু কথা বলব উবুন্টু সম্পর্কে………..অনেকেই ভুল করেন লিনাক্স এ প্রথম পা দিতেই উবুন্টু কে সিলেক্ট করে……..তখন প্রবলেম টা হয় হল অনেক গুলা ফরমেট এর অডিও & ভিডিও চলে না….কারণ উবুন্টু তে ডিফল্ট ভাবে কোডেক থাকেন……কিন্তু কতজন নতুন লিনাক্স ইউজার রা এটা বুঝবেন ? বুঝবেন না । এর জন্য আমি মনে করি উবুন্টু এর কাষ্টোমাইজড ডিভিডি দেবেন,যারা নিউ ইউজার দের হেল্প করতে চান অথবা যারা নিউ লিনাক্স ইউজার হতে চান তারা উবুন্টু এর কাষ্টোমাইজড অথবা অপারেটিং সিস্টেম গুলার ডিসট্রিবিউশন গুলা ডাউনলোড করে নিতে পারেন । এগুলা "out of the box" সিস্টেম এর হয় । তার মানে হচ্ছে এগুলাতে সব ধরনের উপকারী সফ্টওয়্যার ই দেয়া থাকে .গেম, অফিস , পিডিএফ রিডার , উইনডোস সফ্টওয়্যার installer , ফটোশপ এর মত ইমেজ এডিটর গিম্প, VLC , ফ্লাশ , জাভা , আর ও অনেক কিছু যা একজন পার্সোনাল কম্পিউটার ইউজার এর প্র্প্য়োজন। নিচে কিছু ডিসট্রিবিউশন অথবা অপারেটিং সিস্টেম এর নাম ও অ্যাড্রেস দেয়া হল ।

এর ও অনেক কিছুই আছে কিন্তু আমার কাছে উপরের গুলোই বেশি পছন্দ ।

ধন্যবাদ আমার পোস্ট টা পড়ার জন্য……….আপনারা প্লীজ আপনাদের মন্তব্য লিখবেন ……..