বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা

প্রদীপ কর
Published : 6 August 2017, 06:06 AM
Updated : 6 August 2017, 06:06 AM

ঘুমন্ত পাখি ভরাবর্ষার গাছে
ভোরবেলা স্নানে জাগ্রত হয়ে আছে
 
সপসপে মন কেউ নেই তার কাছে
 
ঝমঝমধারা অনুযোগহীন মাঠে
নিশীথ শরীর ভিজিয়ে যৌনপাঠে
 
ভোরে সে দাঁড়ায় গৃহস্থ চৌকাঠে
 
কীর্তন গায় বৃষ্টি কিশোরী কানে
খঞ্জনী ভেজে ভানুসিংহের গানে
 
গহনকুসুমকুঞ্জের মাঝখানে

 
অশ্রুচিহ্ন গোপন শ্রাবণ পথে
মুশলধারায় ঝরছে প্রেমের ক্ষতে
 
নবীন কবির লেখার ভবিষ্যতে
 
তরুণ কবিরা জাগ্রত এইক্ষণে
অক্ষর ঝরে মেঘমল্লার বনে
 
ছায়া ঘনাইছে পাঠকের মনে মনে
 
ভরা বর্ষায় জাগ্রত পাখি কে যে
মন উড়ে যায় বিষাদ বাউল সেজে
 
বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ভেজেন!