শতভাগ ঐ আসছে তেড়ে

অমিত
Published : 29 July 2011, 02:39 AM
Updated : 29 July 2011, 02:39 AM

২০১১ সালের এস এস সি পরীক্ষার ফল প্রকাশের পর ৮২% পাসের হার প্রসঙ্গে লিখেছিলাম, বেশ সমাদৃত হয়েছিল লেখাটা। কিন্তু আদতে যে উদ্দেশ্যে আমার লিখাটা ছিল তা তেমন সমাদৃত হয়নি, যার প্রমান এবারের এইচ এস সি পরীক্ষার ফলাফল। পাসের হার কমেছে কমেছে বলে যে মৃদু প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে তা যে আসলে ঝরে পরা শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির কারনে তা বোধহয় তেমন কেউ লক্ষ্য করছেন না, অনুপস্থিত ফলেও যে ফেলই হয় সেটাই যত সমস্য। আমি বড় ভীতসন্ত্রস্ত মনে অপেক্ষা করছি ১০০% পাসের জন্য, জানি আমরা সে পথেই এগোচ্ছি। মজার ব্যাপার হল এটা ভাবতে ভাবতে যাদের চুল পরে যাবার কথা ছিল তারাই চোখ বন্ধ করে বসে আছেন। বদলে আমার সাধারন মানুষরা চিৎকার চেঁচামেচি করছি। আমার এই লেখা দেখে কারো মনে কিছু আসুক বা নাই নাই আসুক সেই সকল চোখ বন্ধ করা নীতিনির্ধারকদের মনে এতটুকু প্রশ্ন কি আসা উচিৎ নয় যে, সফলতার রাংতায় পেঁচিয়ে আদতে কি আদতে কি ক্ষতি করা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার?