ধনী ও উচ্চজাত কুলীন

অমিত
Published : 18 Nov 2011, 04:34 AM
Updated : 18 Nov 2011, 04:34 AM

'আমি ধনী ও উচ্চজাত কুলীন', 'আমার সমান আর কে আছে?', 'আমি যজ্ঞ করব, দান করব, আনন্দ করব' — এইরকম অসুর স্বভাব ব্যক্তিরা অবিবেকমুগ্ধ হন এবং বহু সংকল্পে বিক্ষিপ্তচিত্ত, মোহজালে জড়িত ও বিষয়ভোগে আসক্ত হয়ে বিন্মুত্রাদিময় রৌববাদি নরকে পতিত হন। — শ্রীমদ্ভগবদ্ গীতা [ দৈবাসুরসম্পদ্ধিভাগ যোগ — ১৫ – ১৬ ]

সনাতন ধর্ম কখনই প্রশ্রয় দেয়না জাত-পাতের বিষয়ে। আমাদের মধ্যেকার কিছু মানুষ নিজেদের সম্ভ্রান্ত ও কুলীন প্রমান করার জন্য জঘন্নভাবে ধর্মের reference ব্যাবহারের চেষ্টা করে থাকে। সুবিধাভোগীদের ব্যানারে ধর্মকে কখনই দেখা উচিৎ নয়।