জাতিগত ভাবে আমরা বাঙালি।

অমিত
Published : 20 Feb 2015, 07:44 PM
Updated : 18 Feb 2011, 04:16 PM

জাতিগত ভাবে আমরা বাঙালি। এই সহজ আর পরিস্কার ধারনাটা অন্তত দেশের শিক্ষিত জনগনের মাঝে কেন আসে না আমি বুঝি না। বাংলাদেশী যদি ধরেনেই আমাদের জাতিসত্তা তাহলে কি একটা সহজ প্রশ্ন আসে না যে, তাহলে ৭১ পূর্ববর্তী আমাদের পূর্ব প্রজন্ম তাহলে কি ছিল? যখন কিনা বাংলাদেশ নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। কেউ যদি বলেন তখন আমরা পাকিস্তানি ছিলাম কিন্তু এখন বাংলাদেশী। তাহলে আমরা বাংলাদেশী, আমার কোন দ্বিমত নেই। জাতিসত্তা কখনই দেশের পরিচয়ে পরিচিত হয় না। যারা জোর করে তা করতে চান তাদের হয়ত অন্যকোন জায়গায় ক্ষোভের কারনে এমনটি করে থাকতে পারেন। ভারত এবং পাকিস্তানের নাম যেহেতু উল্লেখ করা হয় অনেক সময়, সেহেতু একটু ভুল শুধরে দেই। ভারত বা পাকিস্তান কেউই কিন্তু তাদের জাতিসত্তা পরিচয়ে ভারতীয় বা পাকিস্তানি পরিচয় ব্যবহার করেন না। যেটা করা হয় তা হল তাদের জাতীয়তা পরিচয়ে ভারতীয় বা পাকিস্তানি ব্যাবহার করা হয়। জাতিগত ভাবে কিন্তু তারা পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি কিংবা বেলুচি।

দয়া করে একটু ঠাণ্ডা মাথায় ভাবুন, কোন সন্দেহের জাল থাকবে না। কে কি বলল সেটাও মাথায় আসবে না। আর দয়াকরে জাতিসত্তা এবং জাতীয়তা ব্যাপার দু'টোকে এক করে দেখবেন না।