মারো নয় মরো

অমিত
Published : 19 March 2011, 03:04 AM
Updated : 19 March 2011, 03:04 AM

মারো নয় মরো – প্রথম আলো, ১৯শে মার্চ ২০১১ (প্রসঙ্গ: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিতব্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা। ২০১১ সালের আই সি সি বিশ্বকাপ ক্রিকেটের কোয়াটার ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই এই খেলাতে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। আপাত অসম্ভব এই জয় মনে হলেও, যেহেতু আমরা ১১ জন না, ১৬ কোটি খেলোয়াড় একসাথে খেলি তাই অন্তত শক্তির দিক দেয়ে আমরা এগিয়ে থাকবো। শুভেচ্ছা ১৬ কোটি খেলোয়াড়ের জন্য।)

আমার কেন জানি মনে হয় বাংলাদেশ যেই খেলাগুলোতে জিতেছে তার ভেতরে হল্যান্ড ছাড়া বাকি দুটোতে আমরা ১৬ কোটি মিলে জিতিয়ে দিয়েছি। ভারতের সাথেও পারতাম কিন্তু ওরা ১৫০ কোটির কাছাকাছি বলে বোধহয় আমরা পারিনি। কথা গুলো শুনতে হাস্যকর মনে হলেও বাস্তবতা তাই। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ১৬ কোটি খেলিনাই বলেই পারি নাই। কিন্তু এভাবে আর কতদিন? সবসময় তো আর চট্রগ্রামে খেলা হতে পারে না, আর আমরা ১৬ কোটিও সবসময় নাও খেলতে পারি। তাহলে কি সেই সময় আমরা হারব? পরিস্থিতি দেখে তো তাই মনে হয়। বিশ্ব দরবারের আলোকিত দলগুলো তো আমাদের দেখে হাসবে। এখনও যে হাসে না তা বলি না। প্রার্থনা করি সুমতি হোক বাংলাদেশের ক্রিকেটের। ১৬ কোটি নয়, যেন ওরা ১১ জনই পারে জাতিকে বিজয় এনে দিতে।