একটু ভেবে দেখবেন কি?

অনন্ত অমি
Published : 19 Nov 2012, 03:31 AM
Updated : 19 Nov 2012, 03:31 AM

আজ রাতে অনলাইনে প্রথম আলোতে "আসছে নতুন ক্রমের আলোকে পাঠ্যপুস্তক" শীর্ষক নিউজটি পড়ার সময় হঠাৎ করেই একজন পাঠকের করা মন্তব্যে চোখ আটকে গেল। রুহুল আমিন রুবেল নামের সম্মানিত পাঠক আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। যদিও এর কিছু লাইনের সাথে দ্বিমত রয়েছে, তবু তাঁর বেশির ভাগ কথাগুলিই আমার সত্য বলে মনে হয়েছে। আমি তাঁর কমেন্টটি এখানে সরাসরি তুলে ধরছি। যেহেতু নতুন শিক্ষাক্রম অনুসারে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ১১১টি বই ছাপা হচ্ছে, তাই আমার মনে হয় এখনই সময় বিষয়টি ভেবে দেখার।

রুহুল আমিন রুবেলের মন্তব্যঃ

কটি ক্লাস সিক্সের বাচ্চাকে এভাবে শিখতে হচ্ছে…

সব শক্তির উৎস জনগণ —-সামাজিক বিজ্ঞান

সব শক্তির উৎস সূর্য ——– সাধারণ বিজ্ঞান

সব শক্তির উৎস আল্লাহ—— ইসলাম শিক্ষা

গনিত বইতে শিখতে হচ্ছে….

এক কেজি দুধের সাথে এক পোয়া পানি মেশালে কতটুকু বেশী লাভ হবে?

সুদের হার ১০ টাকা হলে ৫৩২ টাকার৩ বছরের সুদ কত হবে?

সুদের সাথে সম্পর্কিত দশ ব্যাক্তি জাহান্নামে যাবে—- ইসলাম শিক্ষা।

মানুষের উত্পত্তি বনমানুষ থেকে (জীববিজ্ঞান)

মানুষের উত্পত্তি আদম (আ) থেকে। (ধর্ম বই)

আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। (সমাজবিজ্ঞান)

আমাদের জাতির পিতা এব্রাহীম (আ) (ধর্ম)।

এই ধরনের দ্বিমুখী স্ববিরোধীশিক্ষা ব্যবস্থা চলতে থাকলে আমাদের চলার গতি সবসময় পিছনের দিকেই হবে।

আমার দ্বিমতঃ "সব শক্তির উৎস আল্লাহ" এই কথাটি হয়তো কোথাও লিখা নেই। এর স্থলে লিখা আছে "আল্লাহ সর্বশক্তিমান"। শক্তির উৎস এবং সর্বশক্তিমান এক কথা নয়। "আমাদের জাতির পিতা এব্রাহীম" স্থলে হবে মুসলিমদের জাতির পিতা ইব্রাহীম (আঃ)।