আলোকচিত্রে পূজা

অরণ্য আনাম
Published : 15 Feb 2011, 05:22 PM
Updated : 15 Feb 2011, 05:22 PM

ছবি তোলার হার ইদানিং শূণ্যের কোঠায়। পুরনো দিনের কথা গুলো মনে পড়লে মাঝে মাঝে বুকের ভেতর চিন চিন করে ওঠে। ক্যামেরা কেনার পর দূর্গা পূজার ছবি তুলতে গিয়েছিলাম কয়েক বার। সেসব পুরনো ছবি দিয়ে সাজিয়েছি এই ফটো পোস্ট।

#০১

নৃত্যের ভঙ্গিতে দূর্গাকে চমৎকার লাগে। পুরান ঢাকার এক মন্ডপে প্রতি বছর এই ধরনের প্রমিতা গড়া হয়। আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি…

#০২

ঢাকেশ্বরি মন্দিরের ঢুকার মুখে সুদৃশ্য গেইট।

#০৩

রমনা মন্দিরের প্রবেশ মুখে মেলা থেকে তোলা রাধার পিতলের পুতুল

#০৪

ঢাকেশ্বরি মন্দিরে পূজো দিতে আসা এক পূজারিণী

#০৫

ঢকেশ্বরি মন্দিরে সাবান-জলের বুদ বুদ

#০৬

দশমী-র দিন দূর্গার পায়ে ছোঁয়ানো সিঁদুরে রাঙানো হচ্ছে এক বধূকে

#০৭

দূর্গা পূজাকে কেন্দ্র করে গড়ে ওঠা মেলায় পাওয়া যায় হরেক রকম স্টিল-কাসা-পিতলের জিনিস

#০৮

পূজার মেলায় সাঁখা ছাড়াও রঙ্গিন চুড়ি-বালা আর কানের দুলও মেলে…

#০৯

সিঁদুরের রঙ্গে রাঙ্গা এক তরুণী

#১০

পুরান ঢাকার অলি-গলি গুলো পূর্ণ থাকে মন্ডপে মন্ডপে

#১১ : পুরান ঢাকার বিভিন্ন মন্ডপ

#১২

পুরান ঢাকার এক পূজারিণী

#১৩

পূজায় আসা এক শিশু

#১৪

মা কালির প্রতিমা

#১৫

পরসা নিয়ে বসে থাকা এক তরুন আর এক মহিলা। স্থান ঢাকেশ্বরি মন্দির

ফেইসবুকে পূজার ছবি এ্যালবাম দেখতে এখানে ক্লিককরতে পারেন।