রাত ৯টার সময় আমার আম্মু স্টার জলসায় “বুঝে না, সে বুঝে না” দেখে। আমি সাড়ে আটটা থেকে The Big Bang Theory দেখে আম্মাকে ডাকি “আম্মা ফাকি শুরু হল্ল।আম্মা দেখা শুরু করে। সিরিয়ালে মাঝে আমার কিছু বক্তব্য থাকে। “ফাঁকি উড়ে গেল”,”কাউয়া কি করে?”,”এরকম ফাঁকি আর কাউয়া তাকিয়ে থেকে লাভ কি?”। এমাসে আমাদের বেতন পেতে একটু দেরি হবে। আমি আম্মাকে এটা উল্লেখ করতেই আম্মু খেজি মেরে বলে,”আমাকে ফাঁকি দেখতে দে?”সারাবাংলা আজ ফাঁকি আর ফাঁকি করতেছে। প্রায় ফাঁকি সংবাদে পরিণত হচ্ছে। আমার আম্মাকে কিছুতে ফাঁকি থেকে বাঁচাতে পারছি না। কেউকি এই ফাঁকি থেকে বাঁচার উপায় বলে দিতে পারবেন?
দয়া করে কেউ ফাঁকি থেকে বাঁচান
ক্যাটেগরিঃ দিনলিপি
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।