ছোটবেলা থেকে যা শিখিছি তা যদি ভুল হয় তবে পরিত্যাগ করতে বিন্দু মাত্র দ্বিধা করা উচিত নয়

সালাম আলী আহসান
Published : 27 Dec 2014, 06:09 PM
Updated : 27 Dec 2014, 06:09 PM

আমাদের পরিবারে পায়ে ধরে বড়দের সালামের নিয়ম। আমি ছোটবেলায় তাদের কথায় আমিও করতাম। বিশেষ করে ঈদের সময়। সাথে আবার সেলামি পেতাম। তবে যখন থেকে জানলাম ইসলামে এর অনুমতি নেই, তখন থেকে আমি বন্ধ করে দিয়েছি এবং অন্যদেরও করতে না করি। কিছুদিন আগে আমার এক ভাইকে এবং আমার আম্মাকে এটা করতে দেখে সেই ভাইয়ের বিয়ের কথা মনে পড়ে গেল। বিয়ে করতে যাবে সে ভাই লাইন ধরে বয়স্করা দাড়িয়ে রয়েছে। একজনের পর একজনকে করে যাচ্ছে। কাকে করছে তা বুঝতে পারছে না……শেষে তার থেকে ছোট একজনকে করে ফেলেছে। সে কি সবার হাসি! 


আসলে আমাদের কোন কাজই কাউকে খুশি করার জন্য করা উচিত না একমাত্র আল্লাহুকে ছাড়া। তিনি আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের সঠিক পথের সঠিক শিক্ষা অর্জন করা উচিত। ছোটবেলা থেকে যা শিখিছি তা যদি ভুল হয় তবে পরিত্যাগ করতে বিন্দু মাত্র দ্বিধা করা উচিত নয়। আল্লাহু আমাদের মুসলিমের ঘরে জন্ম দিয়েছে এবং এমন সুযোগ দিয়েছেন যেন সঠিক শিক্ষা লাভ করতে পারি। এখন কোরআন শরীফ বাংলায় অনুবাদ হয়েছে …হাদিসসমূহ বাংলা অনুবাদ হয়েছে, ঘরে ঘরে বাংলা পিস টি ভি চলছে, যে কেউ কাঁটাবনে মসজিদের সাথের দোকানগুলোর থেকে যে কোন ইসলামিক বই কিনতে পারবেন। আমি ১০০০ টাকার বই কিনি প্রতি মাসে। সময় পেলে সেগুলো পড়ি। আপনারা তো ঘণ্টার পর ঘণ্টা কত অকাজে সময় নষ্ট করেন। দিনে এক ঘণ্টা আল্লাহুকে জানার কাজে ব্যয় করুন। এতে নিজেরই উপকার হবে। কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। আল্লাহু যেন আমাদের সঠিক পথে চলার সুযোগ করে দেন।(আমিন)