আর কত দিন লাগবে?

এম আলম অভি
Published : 13 June 2012, 05:03 PM
Updated : 13 June 2012, 05:03 PM

আমরা এখন আর সাগর-রুনি নিয়ে কোন কথা বলি না!আজ অনেক দিন হল তাদের টেলিভিশন ও খবরের কাগজে ও দেখি না। আমরা বেশ চুপচাপ। অবশ্য কিছুদিন আগে মাহফুজুর রহমান একটু চেষ্টা করেছেন মিডিয়ার নজরে আনতে কিন্তু তা আবার কিছু নোংরা ও মিথ্যা তথ্যের মাধ্যমে।মাহফুজুর রহমানের নোংরা ও মিথ্যা তথ্যের জন্য ক্ষমা চাওয়াতে আমরা আজ চুপ করে আছি।ওনি যে বক্তব্য দিয়েছেন আসলে কি মাহফুজুর রহমান ক্ষমা যোগ্য? প্রথম-আলোর অনলাইনে দেখলাম অনেকেই মাহফুজুর রহমানকে সাগর-রুনি হত্যর সাথে জড়িত বলে মনে করেন।

ইলিয়াছ আলী কে নিয়ে বি,এন,পি ৫ দিন হরতাল করল।বি,এন,পির সব নেতারা মিডিয়ার সামনে খুব বর বর কথা বলেন কিন্তু এখন আর ইলিয়াছ আলী নিয়ে কোন কথা বলেন না।মন্ত্রীদের কাছে ইলিয়াছ আলী নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে,তদন্ত চলছে তাই কোন কথা বলা যাবে না।সবাই সবার জায়গা থেকে দায় সারা বক্তব্য দিচ্ছে।মাহফুজুর রহমান কে গ্রেপ্তারের দাবি জানাই।আশা করি মিডিয়া ঘটনা আবার সবার কাছে তুলে ধরবে।