সোহেল তাজের পদত্যাগ এবং ২ কোটি টাকা!

এম আলম অভি
Published : 30 Sept 2012, 05:21 PM
Updated : 30 Sept 2012, 05:21 PM

গাজীপুরের কাপাসিয়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।সোহেল তাজ পদত্যাগ করেছেন কাপাসিয়া এলাকার জনগনের সম্মান রক্ষা করতে।আর রিমি আপাও নির্বাচন করছেন কাপাসিয়া এলাকার সম্মান রাখতে।অন্যদিকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাই রিমির প্রতিদ্বন্দ্বি।তিনি নাকি তাজউদ্দীন আহমদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছেন দেশের সেবা করতে।যেখানে তাজউদ্দীন আহমদের ছেলে পদত্যাগ সেখানে কেন তার মেয়ে নির্বাচন করছেন? সে নির্বাচিত হলে ভাইয়ের মত পদত্যাগ করবেন না তার গ্যারান্টি কি? তাই সাধারণভাবে কিছু প্রশ্ন আছে তাজের কাছে।তাজ পদত্যাগ না করে কি প্রতিবাদ করতে পারতেন না,যদি কোন অন্যায় করে থাকে তার সাথে সরকার বা দল?তাহলে কি সোহেল তাজ তার বোনকে সংসদ সদস্য হবার সুযোগ করে দিতে পদত্যাগ করেছেন?নাকি প্রবাসে নির্জন জীবন যাপন করতে?আজকের উপনির্বাচনে ২ কোটি টাকা বেশি খরচ হবে।আমাদের দেশ গরিব দেশ মনে হয় না,রাজনীতিক নেতাদের অপচয় দেখলে।সোহেল তাজ যদি প্রবাস জীবন ছেড়ে এসে দেশের মানুষের জন্য কাজ করে,তাহলে সেটাই হবে দেশের মানুষের প্রতি সম্মান দেখানো।