“রাষ্ট্র অথবা খুনি ও সাগর-রুনি”-কথা,সুর ও কণ্ঠে প্রীতম আহমেদ

এম আলম অভি
Published : 15 Oct 2012, 06:00 AM
Updated : 15 Oct 2012, 06:00 AM

গানটি তৈরি করেছিলাম [৭.জুলাই.২০১২]
সেদিন থেকে প্রতিদিনই চাইছিলাম যেন গানটা আর আপলোড করতে না হয়। খুনের বিচার গুলো যেন হয়। কিন্তু হায় … সময় চলিয়া যায় তবু………
একটি গানের চেয়ে বেশিকিছু পারিনা আমি,বাকি যা পারে তা রাষ্ট্র ……. অবশেষে আপলোড করলাম।………প্রীতম আহমেদ

সাগর-রুনিকে নিয়ে প্রীতম আহমেদ এর গান দেখতে ক্লিক করুন।
https://www.facebook.com/photo.php?v=10151109667521448

প্রীতম ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার প্রতিবাদের জন্য।

পিংকী প্রামাণিক অথবা ফেলানি
একই সীমান্তের এপার ওপারে একই কাহিনী
বাড়ছে রাষ্ট্রীয় ভুল,ঝড়ে যায় তাজা ফুল
যেমন আমাদের সাগর-রুনি
তোমরা ঘুমাও নাকি ঘুমান বিধাতা
তাই বেঁচে যায় ওদের খুনি
তোমরা ঘুমাও নাকি ঘুমাই বিধাতা
নাকি তুমি আমি সবাই খুনি ???

পুরুষ গড়বে দেশ
নাকি দেশ গড়বে নারী
এই নিয়ে কতো হাজার
করো বাড়াবাড়ি
মানবতার পক্ষে লড়বে কে কে ???
যখন রাষ্ট্র নিজেই পোষেন খুনি
তোমরা ঘুমাও নাকি ঘুমান বিধাতা
তাই বেঁচে যায় ওদের খুনি
তোমরা ঘুমাও নাকি ঘুমাই বিধাতা
নাকি তুমি আমি সবাই খুনি ???
তোমরা ঘুমাও নাকি ঘুমাই বিধাতা
কেন জেগে উঠোনা এখনই ……।