নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের সমাবেশ- আসুন অংশ গ্রহন করি

এম আলম অভি
Published : 28 Jan 2013, 02:34 PM
Updated : 28 Jan 2013, 02:34 PM

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে পোশাকশ্রমিক এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন।সূত্র: প্রথম আলো
চলতি মাসে প্রায় ১০ থেকে ১৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে।

নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেল-ছাত্রীর জন্য ১৪৪ ধারা ভঙ্গ প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায়। কিন্তু আমরা? কিন্তু কেন জোরালোভাবে নেওয়া হচ্ছে না ঘটনা গুলো? আর কত মা,বোনের জীবন গেলে আমরা প্রতিবাদে রাস্তায় যাবো? নারীর প্রতি সহিংসতার শেষ কোথায়? যা-ই হোক আগামী ২৯ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে "নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের সমাবেশ"। ভারতের আন্দোলনকারীদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা নেই। আসুন ভুক্তভোগীর মা, বোনদের পাশে দাঁড়াই। আর চুপ নয়,আসুন অংশ গ্রহন ও প্রতিবাদ করি।