মডেলিং এর নতুন সেক্টর: সি-এন-জি অটো-রিকশা

জামান
Published : 26 June 2012, 04:18 AM
Updated : 26 June 2012, 04:18 AM

ঢাকা শহরে অনেক সমস্যার মধ্যে অন্যতম যন্ত্রণার নাম হল সি-এন-জি অটো-রিকশা। আজকাল সি-এন-জি অটো-রিকশা নামক এই বাহনটিকে কোথাও যেতে বললে এর চালক যেতে চান না। এমন কি কোথায় যে তারা যেতে চান তা তারাও জানেন না। এইসব চালকেরা যদি দয়া করে কাউকে নিতে চান সেখানেও উচ্চ ভাড়া দাবি করেন, অন্যথায় বাহন থেকে বের হয়ে বাহনের পিছনে সুন্দর ভাবে হেলান দিয়ে দাড়িয়ে থাকেন। এই বাহনটি আসলে কি জনগনের সুবিধার জন্য নাকি ছবির ন্যায় মডেলিং করার জন্য তা আজও আমরা বুঝতে পারছিনা। এ বিষয়ে পরিস্কার ব্যাখ্যা কি কেউ দিতে পারেন?