সোভিয়েতস্কি প্রশ্নোতভ :)

কাফি রশিদ
Published : 25 June 2012, 11:01 AM
Updated : 25 June 2012, 11:01 AM

প্রশ্নঃ কখন রুশ কৌতুকের জন্ম হয়?
উত্তরঃ আশেপাশে তাকিয়ে।

প্রশ্নঃ একজন স্মার্ট রাশান আর ইউনিকর্নের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ দুটোই কাল্পনিক চরিত্র।

প্রশ্নঃ মোমবাতি ব্যবহারের আগে রাশানেরা বাড়ি আলোকিত করতে কি ব্যবহার করতো?
উত্তরঃ ইলেকট্রিসিটি।

প্রশ্নঃ কমিউনিস্ট পার্টির মত বিনিময় সভা বলতে কি বুঝায়?
উত্তরঃ আমি আমার নিজস্ব মত নিয়ে আসলাম, ফিরে গেলাম পার্টির মত নিয়ে।

প্রশ্নঃ কোন জিনিস ১৫০ গজ লম্বা এবং আলু খায়?
উত্তরঃ মাংস কিনতে আসা রাশানদের লাইন।

প্রশ্নঃ কখন রাশান নির্বাচন শুরু হয়েছিলো?
উত্তরঃ ইশ্বর যখন অ্যাডামকে ইভ'র সামনে দাড় করিয়ে বললেন, "যাও, পছন্দমত নিজের স্ত্রী খুঁজে নাও"

প্রশ্নঃ কখন তোমার রেফ্রিজারেটর খাদ্যে পরিপূর্ন হবে?
উত্তরঃ যখন ওটাকে রেডিও মস্কো'র সাথে যুক্ত করবো।

প্রশ্নঃ পুঁজিবাদী রূপকথা আর মার্ক্সবাদী রূপকথার পার্থক্য কি?
উত্তরঃ পুঁজিবাদী রূপকথা শুরুতে থাকে "ওয়ান্স আপন অ্যা টাইম…", আর মার্ক্সবাদী রূপকথার শুরুতে "সাম ডে, দেয়ার উইল বি…!"

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন, উভয়ের সংবিধান স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার দেয়। তাহলে তাদের কোন পার্থক্য আছে?
উত্তরঃ হ্যা। যুক্তরাষ্ট্রের সংবিধান মত প্রকাশের পরও স্বাধীন থাকার অধিকার দেয়।

প্রশ্নঃ সুইজারল্যান্ডে সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব?
উত্তরঃ হ্যা, অবশ্যই। কিন্তু তারা আপনার কোন ক্ষতি করেছিলো?

প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়ন কিভাবে সূর্যে মানুষ পাঠাবে?
উত্তরঃ রাতে।

প্রশ্নঃ পাউন্ড, রুবল আর ডলারের আনুপাতিক বিনিময় হার কেমন?
উত্তরঃ এক পাউন্ড রুবল এক ডলারের সমান।

প্রশ্নঃ রাশান ব্যবসার মূলকথা কি?
উত্তরঃ এক কার্টন ভদকা চুরি করে বিক্রি করো। যা পাবে তা দিয়ে ভদকা কিনে খাও।

প্রশ্নঃ সৌভাগ্য কি?
উত্তরঃ রুশ সমাজতন্ত্রে বাস করা।
প্রশ্নঃ দুর্ভাগ্য কি?
উত্তরঃ সৌভাগ্য অর্জন করা।