সপ্ন বাস্তবায়নে এগিয়ে আসুন

পাহিম খান
Published : 6 June 2012, 09:03 AM
Updated : 6 June 2012, 09:03 AM

প্রিয় সংবাদ সম্প্রচারক গণ প্রিয় পাঠকগণ প্রথমে আমার সালাম (আসসালামুয়ালাইকুম ওরাহ মাতুল্লাহ) গ্রহণে আপনাদের কাছে অনুরোধ রহিল । তার পাশাপাশি আমার শ্রদ্ধা ও ভক্তি অনুভব করুন|আমাদের বাংলাদেশ অনন্য প্রকৃতির সুন্দর একটি দেশ| ফুলে ফলে ভরা সবুজের ছায়া গেরা আমাদের এই দেশ| যাকে নিয়ে বহু মানুষ প্রতিনিয়ত সুন্দর সপ্ন দেখে আর তাদের মাঝে আমিও একজন দেশের মাটিকে নিয়ে সপ্ন দেখি|কিন্তু দুখের বিষয় আমাদের এই সুন্দর সপ্ন সর্বদা সপ্ন হয়ে বেছে থাকে| কারণ এদেশে রয়েছে গুটি কয়েক মনুষ্যত্বহীন মানুষ নামের পশু|আর এই দুই পা ওয়ালা পশুদের সুশিক্ষার আড়াল থেকে নিয়ে এসে সুশিক্ষার ছায়া তলে মনুষত্যের দিকে দাবিত করার জন্য অমিও আপনাদের সাথে নতুন করে যোগ দিলাম|তাই অমি আশা করি আপনাদের সাথে থেকে দেশের সপ্ন দেখা মানুষ গুলোর স্বপ্নকে বাস্তব রূপে রূপায়িত করার লক্ষে আপনাদের সহায়ক মর্জি কামনা করছি|আমরা ছোট বেলায় মামা বাড়ি যাওয়ার সময় রাস্তায় বের হলে দেখতাম যে, একজনের সাথে অন্যজনের দেখা হলে প্রথমত সালাম দিত তারপর পাড়াপড়শির ভাল মন্দের খবর জানত |আমরাও তাদের কাছ থেকে শিখে নিতাম সালাম এবং সুন্দর আচরণ|কিন্তু এখন রাস্তায় বের হলে দেখি একজনের সাথে অন্যজনের দেখা হলে প্রথমে বলে হায় তারপরে বলে মিছিল/চাঁদাবাজি/সন্ত্রাসী/চুরি/ডাকাতি/লুটপাট/হামলা/মামলা এই ধরনের কুসংস্কৃতি যা দেখে বর্তমান শিশু সম্পদ কী ধরনের আচরণ শিখতে পারে তা অবশ আপনাদের বুঝতে অবশিষ্ট নেই|আজ প্রথমবারের মত লিখছি বলে আর দীর্ঘ না করে আমাদের দেশের আসার আলোকে আলোকিত করার জন্য আপনাদের মন্তব্য পাওয়ার আসায় থাকবো |