দয়া করে প্রেমকে অসম্মান করো না

পাহিম খান
Published : 10 June 2012, 12:22 PM
Updated : 10 June 2012, 12:22 PM

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে হত্যা ও শ্লীলতাহানী চেষ্টা করেছে বখাটেরা [সংবাদ সূত্র: www.barta24.net, ]। ঘটনায় পুলিশ ৯জুন শনিবার মিরাজ নামে এক যুবককে গ্রেফতার করেছে।শুক্রবার রাত দুইটার দিকে ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে তার ছোটবোন নিপাকে নিয়ে ঘর থেকে বের হয়। এ সময় আগ থেকে উৎপেতে থাকা বখাটে রাজুর নেতৃত্বে পাঁচ বখাটে তাকে ধরে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা গলায় ওড়না পেছিয়ে এবং মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে তাকে উদ্ধার করে |এ দিকে বখাটেদের আটক করার পর স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানাসহ কয়েকজন প্রভাবশালী তাদের ছাড়িয়ে নিতে এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

* আমরা ছোট বেলা থেকে জানতাম ভালোবাসা সর্গ থেকে আসে আবার সর্গে চলে যায় | কিন্তু এখন দেখি ভালোবাসা সর্গ থেকে আসে আর কাঁদতে কাঁদতে নরকে যায় | আমরা সবাই জানি ভালোবাসা থেকে প্রেম হয় |এখানে আমার প্রশ্ন উপরে উল্লেখিত প্রেমের এই দূরবস্থার জন্য কে বা কারা অথবা কোনটি দায়ী |

শুধু প্রেম, শুধু পুরুষ, শুধু নারীরা,আমাদের সমাজ, নাকি দুর্বল হৃদয় ?

প্রেমে বাধা বিঘনতা বা ক্ষতিগ্রস্ত হবার জন্য উপরোক্ত সবগুলো বিষয় দায়ী থাকতে পারে | কিন্তু প্রেম নরকে ভূপতিত হবার জন্য দুর্বল হৃদয় বা নগ্ন হৃদয় দায়ী |আমি মনে করি মিরাজের আজকের এই দূরবস্থার জন্য তার দুর্বল হৃদয় দাই | কারণ-

কাহার সাথে প্রেম করতে হলে প্রথমে তাকে মন দিয়ে ভালোবাসতে হবে | আর ভালোবাসা থেকেই প্রেমের সৃষ্টি হবে | আর ভালোবাসার জন্য চাই মায়া, মমতা, আদর, স্নেহ, নম্রতা, ভদ্রতা, সততা, আদর্শ, অনুনয়, বিনয়,সাহসী, উদ্যোমি, সত্ত, সুন্দর ও সাহসী হৃদয় এবং চাই প্রচুর তাগ শিকার |প্রেম করতে হলে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় যেন ভালবাসার মানুষটির দুখ বুজে তার দুখের ভাগ নেওয়া তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আগলে রাখার চেষ্টা করা \ এবং বিভিন্ন সময়ে তার জন্য তাগ শিকার করা | এক কথায় জীবন দিয়ে হলেও ভালোবাসার মানুষটিকে বিপদ আপদ থেকে রক্ষা করা |ভালোবাসা দিয়ে তার হৃদয়ে ভালোবাসার ফুল ফুটিয়ে তোলা তাহলে সম্বব প্রেমের প্রস্তাব দেয়া বা প্রেম করা | কিন্তু বর্তমান সমাজে 80% মানুষ প্রেমিক অথবা প্রেমিকার মনে ভালোবাসার ফুল না ফুটিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে থাকে এতে প্রেমিক অথবা প্রেমিকা সিদন্ত নিতে অপ্রস্তুত থাকে বলে সে ওই মুহূর্তে প্রেমকে প্রত্যক্ষ করে আর তখনই দুর্বল মনের প্রেমিক / প্রেমিকার দুষ্কৃতিকর কাজে লিপ্ত হয় | যেমন টা করলেন আমাদের মিরাজ ভাই উরোপে অজ্ঞ প্রেমিক | এটা কেমন ভালোবাসা আমার প্রশ্ন রহিল তাহাদের কাছে যারা এই ধরনের কাজে লিপ্ত | আমি / আমরা আসা করি এই ধরনের ভুল আর অন্য কেউ করবেন না |

প্রিয় পাঠক বৃন্দ আপনার উক্ত লেখার সঠিক মন্তব্য আমাদের সমাজে সঠিক ভালোবাসা ও প্রেম প্রতিষ্ঠা করতে সাহায্য করুন |