রাবি স্কুলে দুর্নীতি: অভিযোগের আঙুলে ময়েন-গুলসান-রোকসানা

মীর আশরাফ আলী
Published : 28 Nov 2012, 04:42 PM
Updated : 28 Nov 2012, 04:42 PM

ফিরে আসি সাতবছর আগে যেদিন রাবি স্কুলে র কিছু শিক্ষক-শিক্ষিকা মেতে উঠেছিল চরম দুর্নীতিতে । প্রাইভেট পড়ান আর কোচিং ব্যবসা নিয়ে যে দূর্নীতি হয়েছে এই স্কুলে তা কোনদিন ভুলার নয়।আমি নিজেই এর বলি । সেদিন ময়েন ,গুলসান আর রোকসানা যা দূর্নীতি করেছিল তার দরুন অনেক ছাত্র, ছাত্রীর জীবনেই নেমে এসেছিল চরম দুর্দিন । স্কুলে পড়ান বাদ দিয়ে এসব নোংরা শিক্ষক শিক্ষিকারা সেদিন পাগল ছিল প্রাইভেট আর কোচিং এর মাধ্যমে ছাত্র ,ছাত্রীদের নিকট থেকে মোটা টাকা কামিয়ে নিতে । এরা ছাত্র, ছাত্রীদের বাধ্য করত তাদের প্রাইভেট আর কোচিং এ পরতে । যারা তাদের কাছে পড়তে যেত না তাদের পরীক্ষায় কম নম্বর দেওয়া, ফেল করিয়ে দেওয়ার মত সব নোংরা কাজ গুলো করত এসব নোংরা শিক্ষক শিক্ষিকারা । ময়েন বাসায় পড়াত আর গুলসান তো কাজলায় সাফি ভাইদের বাসা ভারা নিয়ে নিল প্রাইভেট পড়ানোর জন্য । তখন আমি class six এ পড়ি , গেলাম না গুলসান , ময়েন আর রোকসানার কাছে পড়তে , ফলাফল হল ফেল । আমার বন্ধুদের মধ্যে যারা তাদের কাছে পড়তে গেছিল তারা পাস করল আর যারা গেছিল না তারা করল ফেল অনেকে হয়ত বলবেন এগুলো সব ভুল কথা পাস করা সবায় কি ওদের কাছে পড়েছিল নাকি তাহলে? না সবায় না কিন্তু এসব নোংরা শিক্ষক শিক্ষিকারা হল শয়তানের মত যারা প্রতিদিন নামায পড়ে শয়তান তাদের আটকাতে পারেনা আর যাদের ঈমান একটু দুর্বল শয়তান আটকায় তাদের আর আমরা ছাত্র হিসেবে একটু দুর্বল ছিলাম ঠিক ই তবে ফেল করার মত ছিলাম না আর তায় শয়তানদের নজর আমাদের ওপর পড়েছিল পরের বছর আমরা সবাই পড়তে গিয়ে ছিলাম আর ফলাফল প্রকাশের পনের দিন আগেই পেয়ে গেলাম ফলাফল পাস করেছি সকলেই ।মাঝখান থেকে শুধু একটা বছর লস গেল আর লস গেল কিছু টাকা ছি!ছি!ছি! কেন যে সেদিন যায়নি পড়তে ? এখন কি সেই বছরটা আর ফিরে আসবে?

শিক্ষা নিয়ে যাঁরা ব্যবসা করে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এমনটায় আশা করে রাবি স্কুলের সেই শিক্ষক-শিক্ষিকাদের দুর্নীতিতে বলি হওয়া ছাত্র ,ছাত্রীরা সহ দেশের সকল ছাত্রছাত্রী ।