রাজশাহী পাসপোর্ট অফিসে দালালদের ও দালালদের সহযোগী অফিসের কর্মকর্তাদের হয়রানি

মীর আশরাফ আলী
Published : 30 Nov 2012, 11:45 AM
Updated : 30 Nov 2012, 11:45 AM

রাজশাহী পাসপোর্ট অফিসে চলছে টাকার খেলা। রাজশাহী ও এর পার্শ্ববর্তী জেলার বিভিন্ন অঞ্চলের সহজ-সরল মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা পাসপোর্ট সংগ্রহ করতে পারছে না। আবার কাগজে কোনো ভুল ধরা পড়লে এর সুযোগ নিয়ে অফিসের পাশেই বসে থাকা দালালরা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।পাসপোর্ট অফিসের সামনে দালালরা প্রকাশ্যে চেয়ার নিয়ে বসে আছে।রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করার পরও কাগজপত্রে ভুল ধরে দালালদের দিকে ঠেলে দিচ্ছে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। ফরমের বামদিকে সত্যায়িত করলে অফিসের কর্মকর্তারা বলেন এটা ডানদিকে করতে হবে আবার ডানদিকে করলে বলে তা বামদিকে করতে হবে। এভাবে অযৌক্তিক ভুল ধরে টাকা হাতিয়ে নেয়ায় ব্যস্ত আছেন দালালদের সহযোগী অফিসের কর্মকর্তারা। এভাবে দালালরা অনেক টাকা হাতিয়ে নিলেও প্রশাসন নীরব থাকছে। আবার কেউ অফিসে বা পুলিশকে অভিযোগ দিলেও টাকা দিয়ে দালালরা তা ঠিক করে নিচ্ছে।এমন এক পরিস্থিতিতে প্রতিনিয়ত বিপাকে পরছে রাজশাহী ও এর পার্শ্ববর্তী জেলার বিভিন্ন অঞ্চলের সহজ-সরল মানুষ ।এইসব দালাল ও দুর্নীতিবাজ অফিসারদের উপর কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছে অত্র অঞ্চলের সকল স্তরের মানুষ।