এসএসসি প্রশংসাপত্র – নিম্নমানের কাগজ

মীর আশরাফ আলী
Published : 3 Dec 2012, 06:18 PM
Updated : 3 Dec 2012, 06:18 PM

যতই শিক্ষিত হয় না কেন যে কাগজটা না থাকলে কোন শিক্ষারই দাম নাই এমন এক সমীকরণে আমরা যখন এত প্রতিযোগিতা করে পড়াশোনা করে ভালো ফলাফল করার পর Certificate পায় তখন মনটা আনন্দে ভরে ওঠার কথা কিন্তু না শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতির কারনে Certificate হাতে পাবার পর এর কগজের বেহাল দশা দেখে আমরা থমকে উঠি । এর নিন্ম মানের কাগজ আমাদের থমকে ওঠার প্রধান কারন । এত নিন্ম মানের কাগজে আমাদের Certificate কিভাবে শিক্ষা বোর্ড দেয় এই প্রশ্নে উত্তর আমার জানা নেই অথচ আমরা এস এস সি পরীক্ষা্র জন্য শিক্ষা বোর্ডকে মোটা অংকের টাকা ফি হিসেবে দেই। একে তো একেবারেই পাতলা কাগজ তারপর আবার এটা লেমিনেটিং নিষেধ। দশ বছরের সাধনার ফল এতটা নাজুক হবে ভাবিনি কখন ।