জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিতে শঙ্কায় মধ্যবিত্ত পরিবার

মীর আশরাফ আলী
Published : 4 Dec 2012, 06:39 PM
Updated : 4 Dec 2012, 06:39 PM

আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এর আগেও দেশে বহুবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন তিনি । আবুল মাল আবদুল মুহিতের আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিতে শঙ্কায় পড়েছে দেশের সাধারন খেটে খাওয়া এবং মধ্যবিত্ত চাকুরীজীবী পরিবার গুলো । তারা জানান "এত বার জ্বালানি তেলের দাম বাড়ানো হলে আমরা চলব কিভাবে ? আমাদের তো বেতন বাড়ান হয় না ,আমাদের পেটে ভাত জোটানই মুশকিল হয়ে গেছে"। দেশের সাধারন খেটে খাওয়া এবং মধ্যবিত্ত চাকুরীজীবী পরিবার গুলোর কথা মাথায় রেখে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো থেকে বিরত থাকবে সরকার এমনটেই আশা করে রাজশাহীর মধ্যবিত্ত পরিবার গুলো ।