যানজটের আতংকে রাজশাহী

মীর আশরাফ আলী
Published : 6 Dec 2012, 06:37 AM
Updated : 6 Dec 2012, 06:37 AM

পৃথিবীর সবচেয়ে সুখী নগরী বলে খ্যাত "রাজশাহী"নগরীতে ইদানিং হত্যা, ছিনতাই সহ অন্যান্য উপদ্রবের পাশাপাশি যানজটও আতংকের কারন হয়ে দাড়াচ্ছে। শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হচ্ছে "সাহেব বাজার"। এখানে জিরোপয়েন্ট থেকে শুরু করে রাজশাহী কলেজ পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত জ্যাম লেগেই থাকে।Court এলাকার অটোরিকসা শ্টেশন থেকে শুরু করে ঢ়ালুর মোড় , এখানকার রাস্তাটি এতই চিকন যে জনসাধারনের হাটা চলাই মুশকিল হয়ে যায় ।লক্ষীপুর মোড়ের জ্যাম এখন নিত্য সঙ্গী। বিন্দুর মোড়(রেলগেট) এ ব্যাটারী চালিত অটোর এলোমেলো অবস্থানের কারনে একটা জট লেগেই থাকে সব সময়। এছাড়াও বিন্দুর মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এবং সিটি ভবনের সামনে থেকে মহিলা কলেজ হয়ে সাহেব বাজার পর্যন্ত রাস্তগুলোতেও প্রায় সময়ে জ্যাম ঠেলে যাতায়াত করতে হয়। ভুক্তভোগিরা বলছেন রিকসা/অটো রিকসার এলোমেলো অবস্থান,ভাংগা ও চিকন রাস্তা,রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকান এবং স্কুল,কলেজ/কোচিংএর অনেক সময় একই সময়ে শুরু এবং শেষ হওয়া রাজশাহী নগরীতে যানজটের সৃষ্টি করছে । রাজশাহীতে যানজট নিরসনের ব্যাপারে এখনই এবং দ্রুত কাজ শুরু করবে রাসিক এমনটায় চাওয়া রাজশাহী বাসির ।