ইসলামের নাম ভাঙ্গিয়ে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী

মীর আশরাফ আলী
Published : 6 Dec 2012, 06:48 PM
Updated : 6 Dec 2012, 06:48 PM

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বেশির ভাগ নির্বাচনে জয়ী হয়ে জামায়াতের এমপিগন সংসদে গিয়েছেন। তাদের দাবি তারা দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চান।ভাল কথা তবে আমার প্রশ্ন হলো বিগত সংসদে তারা কোন কোন ইসলামী আইন পাশ করিয়েছেন? বা পাশ করার জন্য সংসদে উপস্থাপন করেছেন? পৃথিবীতে যে সকল দেশে পতিতাবৃত্তি অনুমোদিত তার মধ্যে বাংলাদেশ অন্যতম। স্বাধীনতার পর থেকে জামায়াতের এতোগুলো এমপি হলো, মন্ত্রী হলো কিন্তু এতবড় একটি বিষয় তারা চোখেই দেখলো না? তাহলে কিভাবে তারা ইসলামী আইন বাস্তবায়ন করবে? তারা যদি একবারও সংসদে বিষয়টি তুলতো তাহলেও তাদের আন্তরিকতা বুঝা যেতো। জামায়াতের অন্যতম নেতা আলী আহসান মুজাহিদ ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের। তিনি কি করেছেন এ বিষয়ে? এবার আসি নারী নেতৃত্বে : খুব ছোটবেলা থেকেই বিভিন্নজনের কাছে বিশেষকরে জামায়াতের লোকের কাছে শুনেছি ইসলামে নারী নেতৃত্ব হারাম।নেট ঘেটে পেলাম "যখন রাসুল (সাঃ) এর কাছে খবর পৌছাল যে পারসিয়ান রা খসরুর মেয়েকে তাদের রুলার হিসাবে নির্বাচিত করেছে তখন তিনি (রাসুল (সাঃ)) বলেছিলেন যে জাতি তাদের রাষ্ট্রের কর্তৃত্ব একজন মহিলার হাতে দেয় তারা কখন উন্নতি করতে পারে না"। (বুখারী) তাহলে তাদের এ কি দশা ? বিএনপির ও তো নারী নেতৃত্ব !!!

এখন সময় মিডিয়ার জামায়াতে ইসলামীর মিডিয়া গুলোর মধ্যে রয়েছে "ইসলামিক" ও "দিগন্ত" টিভি । আগেই বলেছি জামায়াতের প্রধান টার্গেট বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা ।তবে লক্ষ করুন একটু "ইসলামীক" ও "দিগন্ত" টিভির এ্যাড গুলোর দিকে । তাহলেই বোঝা যাবে জামায়াতের প্রধান টার্গেট বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার রূপ ? তারা প্রতিনিয়তই সাধারণ লোকের কাছে বলে যাচ্ছে বাজনা সহ গান হারাম, অথচ তাদেরই চ্যানেলে সেটাই প্রচার করছে ।লক্ষ করুন একটু "দিগন্ত" টিভিতে প্রতিদিন রাত ১০টার পরে ব্যান্ড সংগীত বা অনুরোধের আসর টাইপের অনুষ্ঠান প্রচারিত হয় যেখানে দেশের স্বনামধণ্য শিল্পিগন গান পরিবেশন করে থাকেন।এবার জামায়াতে ইসলামের দল প্রীতি যেখানে দেখা যায় জামায়াতের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে শতকরা ৯৯% ভাগ জামায়াত শিবিরের লোক। ক্ষমতায় না গিয়েই দলীয়করণের অসাধারন উদাহরন তাদের প্রতিষ্ঠানে করে রেখেছে। তাদের দল ক্ষমতায় গেলে কারা দেশে চাকরি পাবে নতুন করে আর বলতে হবে কি ? তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে জামায়াতে ইসলামী কি সত্যিই ইসলামের কথা বলে নাকি ইসলামের নামে রাজনীতি ?