রাজশাহীতে হরতাল, পুলিশের গাড়িতে হামলা জনসাধারন আতঙ্কে

মীর আশরাফ আলী
Published : 19 Dec 2012, 09:03 AM
Updated : 19 Dec 2012, 09:03 AM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমের মুক্তির দাবিতে রাজশাহীতে আজ বুধবার আধা বেলার হরতাল পালিত হচ্ছে। হরতালের শুরুতে নগরের কাজলা ও বিনোদপুরসহ চারটি স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৭টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় পুলিশকে লক্ষ্য করে আট থেকে ১০টি হাতবোমা এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।এই ঘটনায় পুলিশ ১২ জন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করেছে বলে জানা গেছে ।মহাসড়ক গুলোত টায়ার জ্বালিয়েও পিকেটিং করেছে শিবিরকর্মীরা ।হরতাল চলাকালে নগরী থেকে দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে পেটের দায়ে রাস্তায় কিছু রিক্সা, অটোরিক্সা, ভ্যান চালাচ্ছে চালকেরা ।এদিকে হরতালের মধ্যে অফিসে যেতে চরম বিপাকে এবং নিরাপত্তা হীনতায় পরেছে অফিস গামী মানুষেরা ।সাধারন খেটে খাওয়া মানুষেরা দেশের সকল রাজনৈতীক দল গুলোকে হরতাল থেকে সরে দাড়ানোর জন্য অনুরোধ করেছে ।