রাজশাহীর অলিতে গলিতে গড়ে উঠছে কোচিং সেন্টার, শিক্ষা নিয়ে চলছে চরম বানিজ্য

মীর আশরাফ আলী
Published : 19 Dec 2012, 06:53 PM
Updated : 19 Dec 2012, 06:53 PM

রাজশাহী শহরে পাল্লা দিয়ে গড়ে উঠছে কোচিং সেন্টার । অলি গলি সহ নগরীর বড় বড় বানিজ্যিক ও খ্যাত নামা স্থান যেমন নগর ভবন, লক্ষিপুর মোড়,মহিলা কলেজ রোড, নিউ মার্কেট, সাহেব বাজার জিরো পয়েন্ট, কাজলা, কাটাখালি ইত্যাদি স্থান গুলোতে কোচিং সেন্টারের ছড়াছড়ি ।এগুলোর মধ্যে সান-ডায়াল, রেটিনা, ক্লাসিক ,সাফল্য ,ইন্টার এইড ,ওয়েমার্ক ,জিনিয়াস ইত্যাদি উল্যেখযগ্য । এরা শিক্ষাকে বানিজ্যে পরিণত করে ছাত্র,ছাত্রীদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা । যে শিক্ষা স্কুল, কলেজের দেবার কথা তা এখন কোচিং সেন্টারে দেওয়া হচ্ছে । রাজশাহীর স্কুল, কলেজ গুলো এখন মৃত প্রায় । স্কুল, কলেজ গুলোতে শিক্ষার মানও শূন্যের কোঠায় । অবস্থা সম্পন্ন প্রতিটি ঘরের ছেলে মেয়েই এখন কোচিংসেন্টারের সাথে যুক্ত । আর এই সকল কোচিং সেন্টারের শিক্ষকতার দায়িত্বে আছেন স্কুল, কলেজ গুলোরই কিছু শিক্ষক শিক্ষিকা ও অর্নাস পড়ুয়া ভাইয়ারা ।ছাত্র, ছাত্রীরা বলছে স্কুল, কলেজে তারা উপযুক্ত শিক্ষা পাচ্ছেনা বলেই কোচিং সেন্টার গুলোতে ভর্তি হচ্ছে । অবিভাকরা অনেকেই মোটা অংকের টাকা ফি দিয়ে তাদের ছেলে মেয়েদের কোচিং সেন্টারে পড়াতে হিমসিম খাচ্ছেন । অচিরেই এই সকল কোচিং সেন্টার গুলো বন্ধ করে স্কুল, কলেজেই ১০০% শিক্ষা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে রাজশাহীর অনেক ছাত্র,ছাত্রী সহ অবিভাবক গন ।