একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাষ্টার শচীন টেন্ডুলকার

মীর আশরাফ আলী
Published : 24 Dec 2012, 03:52 AM
Updated : 24 Dec 2012, 03:52 AM

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানালেন মাষ্টার শচীন টেন্ডুলকার ।কব্জির মোচড়ে ফ্লিক,শৈল্পিক সব ইনিংস থেকে বন্ঞ্চিত হবে ক্রিকেট বিশ্ব ।আর কোন দিনই রঙ্গিন জার্সি গায়ে দর্শক মাতাতে দেখা যাবেনা শচীন কে । অনেকের মতো আমিও একজন অসধারন এই মানুষটার ভক্ত ।টেন্ডুলকার পৃথিবীতে একজনই।যেদিন থেকে ক্রিকেট কে বুঝতে শিখেছি সেদিন থেকেই এই মানুষটা আমাকে অনেক আনন্দ দিয়েছে ভেবেছিলাম এবার পাকিস্তানের সাথে ভারতের থেলাতেও পাব তাকে কিন্তু তা আর হলনা !!! দেড়শত বছরের ক্রিকেট ইতিহাসে আমি আমার সময় শচীন টেন্ডুলকারের মত ক্রিকেটারকে পেয়ে ধন্য ।আমি তাকে কোনদিনই ভুলতে পারবোনা। ।শচীন টেন্ডুলকার সবসময় নম্র,ভদ্র ও সমালোচনার উর্দ্ধে রাখার চেষ্টা করেছেন নিজেকে ,কোন টিমকে কখনো ছোট করে দেখেননি ,কোন প্লেয়ারকে ও না ।গুনিকে তার প্রাপ্য সন্মান দেয়া উচিত্ ।স্যালুট স্যার শচীন রমেশ টেন্ডুলকার ।