আমার শিক্ষা জীবন নিয়ে একটা মতামত চাইছি

মীর আশরাফ আলী
Published : 24 Oct 2014, 06:42 AM
Updated : 24 Oct 2014, 06:42 AM

সকলের কাছে একটা মতামত চাইছি।আমিএসএস সি এবং  এইচএসসি'তে আর্টস এর ছাত্র ছিলাম তবে আমি বর্তমানে  রাজশাহী কলেজে মার্কেটিং এ ১ম বর্ষে পড়াশুনা করছি  আর এইবার আবার 2nd Time  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  ভর্তি পরীক্ষা দিলাম । আমার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  জব করেন। তাই আমার একটা কোটা আছে। আমি বিবিএ এ পড়তে চাই কিন্তু আমাদের অ-বানিজ্যদের বিবিএ -তে চান্স পাওয়া অনেক কষ্ট, কোটা থাকলেও। কারন আসন আছে মাত্র ৭১টা। তাই প্রশ্ন, অনেক কঠিন হলে আমি হয়ত চান্স পাবনা, কিন্তু আমি Rajshahi university এর A-Unit  এ শিওর চান্স পাব, সেই  রকম ভাল পরীক্ষা হয়েছে। কিন্তু সেখানে যে সাবজেক্ট আছে তাতে পড়ে লাভ নাই। কারন তার বাজার নাই । তাই আমি রাজশাহী কলেজে মার্কেটিংয়ে  পড়তে চাচ্ছি। কিন্তু সবাই সেখানে পড়তে মানা করছে। কিন্তু আমি নিজের চোখে দেখছি যে ইতিহাস, ইসলামের ইতিহাস , দর্শন এই সাব্জেক্ট গুলোতে পড়ে অনেকেই এখন বেকার। তাই আমি চাইছিনা শিক্ষিত বেকার হতে । আমি যেটা ভাবছি রাজশাহী কলেজে মার্কেটিং এ অনার্স করে রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে Evening MBA করে নিব। আর তাছাড়া সরকার কয়দিন আগেই ঘোষনা দিয়েছে রাজশাহী কলেজ Rajshahi university  এর আন্ডারে করে দিবে তখন আমাদের সার্টিফিকেট ও Rajshahi university থেকেই দিবে। আমার ভাবনাটা কি ঠিক আছে? বা আমি এখন কি করতে পারি সবাই একটু হেল্প করেন, ভাল একটা সাজেশন দিয়ে।